• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অভিনয়শিল্পী সংঘের নির্বাচন শুক্রবার

আরটিভি রিপোর্ট

  ২০ জুন ২০১৯, ১৬:০৫
অভিনয়শিল্পী সংঘের নির্বাচন - rtvonline

‘জিতবে ২১, হারবো না কেউ’ স্লোগানকে ধারণ করে এবারের অভিনয়শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৯-২১ মেয়াদের জন্য হবে এই নির্বাচন।

আগামীকাল শুক্রবার (২১ জুন) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত শিল্পকলা একাডেমিতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবার মোট ২১টি পদের জন্য লড়াই করবেন মোট ৫১ শিল্পী। ভোটার সংখ্যা প্রায় সাড়ে ছয়শ।

এবার নির্বাচনে সভাপতি পদে লড়বেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, তুষার খান ও মিজানুর রহমান। সহসভাপতির তিনটি পদের জন্য লড়বেন আজাদ আবুল কালাম, আহসানুল হক মিনু, তানিয়া আহমেদ, ইউজিন ভিনসেন্ট গোমেজ, ইকবাল বাবু ও দিলু মজুমদার।

সাধারণ সম্পাদক পদে লড়বেন আহসান হাবিব নাসিম ও আবদুল হান্নান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন আশরাফ কবীর, আনিসুর রহমান মিলন, আমিনুল হক আমিন, রওনক হাসান ও সুমনা সোমা।

এছাড়া প্রতিদ্বন্দ্বী না থাকায় সাংগঠনিক সম্পাদক পদে আগেই নির্বাচিত হয়ে আছেন লুৎফর রহমান জর্জ।

অর্থ সম্পাদক পদে লড়ছেন নূর এ আলম (নয়ন) ও মাঈন উদ্দিন আহমেদ (কোহিনূর)। দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান পারভেজ মুরাদ, ঊর্মিলা শ্রাবন্তী কর, গোলাম মাহমুদ ও মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে স্বাগতা, পাভেল ইসলাম ও রাশেদ মামুন অপু।

এবং আইন ও কল্যাণ সম্পাদকের পদে লড়ছেন শামীমা তুষ্টি, মম শিউলী (মমতাজ বেগম) ও শিরিন আলম।

প্রচার ও প্রকাশনা পদের জন্য প্রাণ রায়, শফিউল আলম বাবু ও শহিদ আলমগীর। তথ্যপ্রযুক্তি পদে মুলুক সিরাজ ও সুজাত শিমুল। এছাড়া সংগঠনটির মোট ১৮ জন সদস্য কার্যনির্বাহী সাতটি পদের জন্য লড়াই করছেন।

‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ স্লোগান নিয়ে টেলিভিশন নাট্য অভিনেতাদের নিয়ে সংগঠন অভিনয় শিল্পী সংঘ।

এর আগে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি দেশীয় টেলিভিশন অভিনয়শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই নির্বাচন। ১৫ ফেব্রুয়ারি হয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন শহীদুল আলম সাচ্চু ও আহসান হাবিব নাসিম।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh