spark
logo
  • ঢাকা রোববার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩০ জন, আক্রান্ত ২৬৮৬ জন, সুস্থ হয়েছেন ১৬২৮ জন: স্বাস্থ্য অধিদপ্তর

নির্বাক কোহলিকে জড়ালেন সবাক উর্বশী

বিনোদন ডেস্ক, আরটিভি
|  ১৯ জুন ২০১৯, ২২:৪৫ | আপডেট : ১৯ জুন ২০১৯, ২৩:৫৮
Virat Kohli - rtvonline

বলিউড তারকারা বরাবরই ক্রিকেটপ্রেমী। ক্রিকেট মাঠ হোক, শুটিং সেটে অথবা ঘরে সবখানেই তারকাদের দেখা যায় ক্রিকেট নিয়ে মাতামাতি করতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়া থেকে শুরু করে মাঠে বসে নিজ দেশের প্লেয়ারদের প্রায়ই সময় শুভকামনা জানান তারা।

চলছে ক্রিকেটের বিশ্বকাপ। ইতোমধ্যে ইংল্যান্ডে দেখা গেছে বেশ কিছু তারকার। মাঠে গিয়ে রণবীর সিং খেলোয়াড়দের উৎসাহিত করেছে। বলিউড তারকা উর্বশী রাউতেলাকেও দেখা গেছে ইংল্যান্ডে। ভারতের বিজয় উপভোগ করেছেন তিনি।

তবে ক্রিকেটার বিরাট কোহলি ও উর্বশীর একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, উল্লাসের একটি মুহূর্তে উর্বশী জড়িয়ে ধরেছেন কোহলিকে।

ছবিটি দেখে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। কেউ বলছেন, আনুশকার সংসার ভাঙার জন্য চেষ্টা করছ। কেউবা বলছেন, এবার বিরাটকে ডিভোর্স দেবেন আনুশকা।

কিন্তু মূল ঘটনা হলো, উর্বশী নির্বাক এক কোহলিকে জড়িয়ে ধরেছেন। এই কোহলি মোম দিয়ে তৈরি। ইংল্যান্ডের মাদাম তুসো জাদুঘরে কোহলির এই মোমের মূর্তি স্থান পেয়েছে। সেখানেই ছবি তুলেছেন উর্বশী। যদিও ভক্তরা বলছেন, বিশ্বকাপের এই উত্তেজনার মুহূর্তে নতুন কিছু উস্কে দেবার চেষ্টা করছে উর্বশী।

 

জিএ

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৮১১২৯ ৮৮০৩৪ ২৩০৫
বিশ্ব ১২৬৪৫৬৫৫ ৭৩৮১৪০৮ ৫৬৩২৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়