logo
  • ঢাকা রবিবার, ২০ অক্টোবর ২০১৯, ৪ কার্তিক ১৪২৬

প্রেমিকাকে উদ্ধার করলেন টাইগার

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৮ জুন ২০১৯, ১৩:০৮ | আপডেট : ১৮ জুন ২০১৯, ১৩:১১
এ প্রজন্মের বলিউড অভিনেত্রী দিশা পাটানি মুম্বাইয়ের রাস্তায় বিড়ম্বনায় পড়েছিলেন। আর সেখানে প্রেমিকার বিপদ দেখে উদ্ধারে এগিয়ে এলেন টাইগার শ্রফ।

তারকাদের বিভিন্ন সময়ে ভক্তদের মাঝে ঘেরাও হওয়া নতুন কোনও ঘটনা নয়। ঠিক এমনই পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি। একটি রেস্তোরাঁর বাইরে দিশাকে দেখে ঘিরে ধরে উপস্থিত ভক্তরা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রোববার দুপুরে তারা একটি রেস্তোরাঁয় যান তারা। সেখান থেকে বেরোতেই দিশাকে ঘিরে ধরেন ভক্তরা। এ সময় তারকাকে চোখের সামনে দেখেই হইচই শুরু করেন।

যদিও দিশা-টাইগারের দুজনের ব্যক্তিগত দেহরক্ষীরা ছিলেন। তবুও দিশাকে উদ্ধার করতে তৎপর হন এই নায়ক। চেষ্টা করেন ভক্তদের সঙ্গে দিশার যাতে নিরাপদ দূরত্ব বজায় থাকে। ঘটনার এক পর্যায়ে দিশাকে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন টাইগার।

দীর্ঘদিন ধরে প্রেম করছেন ‘বাগি টু’ জুটি টাইগার-দিশা। প্রায় তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠান ও রেস্টুরেন্টে দেখা যায়। প্রেমিকার বিপদে পর্দার নায়কের মতোই আবির্ভুত হয়ে প্রশংসিত হয়েছেন টাইগার।

এম/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়