• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘তোমার মোবাইল নম্বরটা সেভ করা, যদি কল আসে!’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুন ২০১৯, ২৩:২৩

চলতি বছরের এপ্রিলে বাবা হারিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। এখনও সে শোক কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী। প্রায়ই সময় বাবাকে মনে করেন। অভিনয় জীবনেও বাবার অনুপ্রেরণা নিয়ে চলার চেষ্টা করেন। বাবার কথা মনে হলে অস্থির হয়ে যান। আজ (১৬ জুন) বিশ্ব বাবা দিবস। আজকের এই দিনে বাবাকে কাছে না পেয়ে আবেগপ্রবণ হয়েছেন ববি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন বাবার স্মৃতি নিয়ে।

ববি লেখেন, ‘প্রিয় বাবা তোমাকে অনেক মিস করি। নিশ্চয় আল্লাহ তোমাকে জান্নাতবাসী করেছেন। কারণ তুমি খুব ভালো একজন মানুষ। সবসময় এতিমদের জন্য অস্থির থাকতে, এখন যে আমি এতিম, তুমি কি দ্যাখো আমার কত কষ্ট হয়? আর সব কিছুর পর যখন দেখি তুমি নেই, মাথাটা নষ্ট হয়ে যায়। বুকে ব্যথা করে মনে হয় যেমন হঠাৎ করে চলে গেছ আবার হঠাৎ করে চলে আসবা। ভেবেছিলাম আজ বাবা দিবসে তোমাকে স্পেশাল একটা গিফট করবো। কিন্তু আর পারলাম না, আর পারবোও না। এখনও তোমার মোবাইল নম্বরটা সেভ করা, যদি কল আসে! তুমি কল দিলে ড্যাডি কুল স্ক্রিনে লেখা দেখে অনেকেই প্রশ্ন করতো কে? আমি গর্ব করে বলতাম আমার বাবা। আমার তো তুমি ছিলে আর তুমি থাকবা। তুমি চিন্তা করো না এতিমদের আমি যেভাবেই হোক সব সময় খাওয়াবো। তুমি দোয়া করো সব থেকে কঠিন সত্যটা যেন মেনে নিতে পারি, যখন খুশি তোমাকে আর দেখতে পারবো না!’

এদিকে ঈদুল ফিতরে ববি অভিনীত নোলক ছবিটি মুক্তি পেয়েছে। এই ছবিতে ববির বিপরীতে আছেন ঢালিউডের নম্বর ওয়ান নায়ক শাকিব খান।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh