logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯, ৩০ কার্তিক ১৪২৬

প্রধান অতিথি শাহরুখ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৪ জুন ২০১৯, ১৫:০৬ | আপডেট : ১৪ জুন ২০১৯, ১৫:১০

বলিউড বাদশা শাহরুখ খান। একই সঙ্গে গুণী অভিনেতা ও সম্মানীয় ব্যক্তি হিসেবে তিনি বিশ্বজুড়ে বেশ সমাদৃত। এবার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান অতিথি হিসেবে ডাক পেলেন তিনি।

আগামী ৮ আগস্ট থেকে ১৭ আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্নে হবে ভারতীয় চলচ্চিত্র উৎসব। আর সেখানেই প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন সুপারস্টার শাহরুখ।

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রশাসনের পক্ষ থেকে ২০০৯ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এই চলচ্চিত্র উৎসব। এবার ১০ বছরে পা দিল ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অব মেলবোর্ন (আইএফএফএম)। এবারের উৎসবের থিম ‘সাহস’। 

আমন্ত্রণ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে শাহরুখ খান বলেন, ভিক্টোরিয়ান সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে আমি সম্মানিত। আমাদের বলিউডের মতো ইন্ডাস্ট্রির বিস্তার এবং বৈচিত্র্য নিঃসন্দেহে উদযাপন করার মতোই। এ বছরের থিম আমার বেশ পছন্দ হয়েছে। মেলবোর্নে  ‘চাক দে ইন্ডিয়া’ ছবির শুটিং করতে গিয়ে বেশ ভালো সময় কাটিয়েছি। তবে এবারের ব্যাপারটা ভিন্ন ও গুরুত্বপূর্ণ।

 

জিএ/ডি

 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়