• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আভাঙ্কা চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ ছবি জালালের গল্প

অনলাইন ডেস্ক
  ৩১ জুলাই ২০১৬, ১৩:০৩

ইমপ্রেস টেলিফিল্মের ছবি 'জালালের গল্প' পর্তুগালে অনুষ্ঠিত 'আভাঙ্কা-আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-১৫' এর ১৯ তম আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে। এ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন মোশাররফ করিম।

উৎসবের ২০তম আসরের উদ্বোধনী দিন ২৭ জুলাই পর্তুগালের আভাঙ্কায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্ম লি.-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং মোশাররফ করিমের পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির পরিচালক আবু শাহেদ ইমন।

এ ছবিতে আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, আরাফাত রহমান, মহম্মদ ইমন প্রমুখ।

এরআগে ইমপ্রেস টেলিফিল্মের এই ছবিটি ৩০টিরও অধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh