• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন দুই অভিনেতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুন ২০১৯, ১৮:৫৪

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার অনুদান পেলেন ঢাকাই চলচ্চিত্রের গুণী দুই অভিনেতা জ্যাকী আলমগীর ও জামিলুর রহমান শাখা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তারা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আবেদনের প্রেক্ষিতে দুজনকে চিকিৎসা বাবদ ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, দুই গুনী শিল্পীকে প্রধানমন্ত্রী ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। শিল্পী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে মমতাময়ী প্রধানমন্ত্রী এই অনুদান প্রদান করেছেন। আমরা মমতাময়ী প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা।

জামিলুর রহমান শাখা ১৯৬২ সালে খসরু নোমানের হাত ধরে ‘এই তো জীবন’ নাটকে প্রথম মঞ্চে অভিনয় করেন। মঞ্চ, টেলিভিশন, বেতার নাটকে অভিনয় করলেও চলচ্চিত্র অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। চলচ্চিত্রে তার যাত্রা সফদার আলী ভুঁইয়ার নির্দেশনায় ‘রাজমুকুট’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। প্রায় ছয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘আত্ম অহংকার’, ‘বীর সন্তান’, ‘জীবনঢুলী’, ‘৭১-এর মা জননী’।

অন্যদিকে, প্রয়াত পরিচালক শহীদুল ইসলাম খোকন হাত ধরে ‘রক্তের বন্দী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন জ্যাকী আলমগীর। এ পর্যন্ত সাত শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘আরণ্যক’ নাট্যদলের সঙ্গেও কাজ করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে জ্যাকী আলমগীর হার্টের সমস্যা নিয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অর্থের অভাবে তার চিকিৎসা করাতে পারছিলেন না তিনি।

জিএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ
মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
২৪ এপ্রিল থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী
X
Fresh