• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পরিচালকের ‘দ্যাট ট্রাফিকার’ প্রদর্শিত

যুক্তরাষ্ট্র প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১০ জুন ২০১৯, ১৪:১২

গেল রোববার (৮ জুন) যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি তরুণ পরিচালক বদরুল আহমদের ‘দ্যাট ট্রাফিকার’ ছবিটি প্রদর্শিত হয়েছে। মিশিগান স্টেট ওয়ারেন সিটির বেল এয়ার লাক্সারি সিনেমা হলে স্থানীয় সময় বিকেল ৫টায় ছবিটি প্রদর্শিত হয়।

মিশিগানে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের দর্শকরা ছবিটি দেখতে হলে আসেন। মিশিগানে এর আগে বাংলা সিনেমা প্রদর্শিত হলেও এই প্রথম কোনও বাংলাদেশির পরিচালনায় ক্রাইম ধাঁচের গল্পে ইংলিশ ছবি।

সিনেমার মূল গল্প এক যুবকের জীবনের উত্থান-পতন নিয়ে। নানা ধরনের ঘটনা অতিবাহিত করে যুবকটি একসময় টাকার প্রয়োজনে ড্রাগ ডিলারদের সঙ্গে সম্পৃক্ত হয়। এরপর আসে জীবনের নানা পরিবর্তন। এরকমই গল্প নিয়ে সিনেমাটি এগিয়ে যায়।

ছবিটির পরিচালক বদরুল আহমদ আরটিভি অনলাইনকে বলেন, ছবিটা ভালো সাড়া ফেলছে। ভিন্ন ধাঁচের গল্প। দর্শক চাইলে ভবিষ্যতে আরও নতুন ধাঁচের ছবি উপহার দিতে পারবো।

সিনেমাটিতে অভিনয় করেছেন- ট্রেন্টন পফাউজার, টোকিও ফাইসন, জোনাথান উইলিয়ামস, স্টেফানে ভিয়েটর, উইলিয়াম এডামু। সিনেমাটির মিউজিক করেছেন রিয়াব রাইস। এছাড়া সিনেমাটির সহকারী প্রযোজক আলভী হক এবং সহকারী পরিচালক হিসেবে ছিলেন আবির মাহফুজ।

জিএ/এ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি নেই : যুক্তরাষ্ট্র
বিশ্বে সামরিক ব্যয়ের রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র
ইসরাইলি গণহত্যাকে সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র : হামাস
X
Fresh