logo
  • ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩১ ভাদ্র ১৪২৬

অক্ষয়ের বদলে ভিকি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৯ জুন ২০১৯, ১৮:৩০ | আপডেট : ০৯ জুন ২০১৯, ১৮:৫৩

কথা ছিল ‘এলওএল: ল্যান্ড অব লুঙ্গি’ সিনেমায় অভিনয় করবেন অক্ষয়। তবে জনপ্রিয় এই অভিনেতার হাতে কাজে চাপ তাই তিনি সরে দাঁড়িয়েছেন। তার বদলে এই সিনেমায় কাজ করবেন ভিকি কৌশল।

তামিল সুপারস্টার অজিত কুমার অভিনীত ‘ভীরম’ সিনেমার হিন্দি রিমেক হবে। ‘এলওএল’ নামের এই রিমেক করছেন পরিচালক ফারহাদ সামজি। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করার কথা ছিল অক্ষয় কুমারের।

জানা যায়, অক্ষয় এখন ‘সূর্যবংশী’, ‘লক্ষ্মী বম্ব’ ও ‘দ্য এন্ড’ সিনেমায় অভিনয় করছেন। তাই পরিচালককে বিকল্প নায়ক খোঁজার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে, ভিকি কৌশল এখন বেশ জনপ্রিয়। ‘উরি: দ্যা সার্জিকাল স্ট্রাইক’ সিনেমায় কাজ করার পর তরুণীদের মধ্যে অন্যরকম জনপ্রিয়তা পেয়েছেন। তার হাতেও এখন বেশকিছু কাজ। উদম সিং-এর বায়োপিকে দেখা যাবে ভিকিকে। এছাড়াও রয়েছে করণ জোহরের  ‘তখত’ ছবিতে কাজ করছেন তিনি।

ল্যান্ড অব লুঙ্গি সিনেমাটি মূলত অ্যাকশন-কমেডি ঘরানার। এই সিনেমায় চুক্তিবদ্ধ হলে ভিকিকে সম্পূর্ণ নতুনরূপে দেখা যাবে।

 

জিএ/এমকে 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়