• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লাকী আখান্দের জন্মদিনে গুগলের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুন ২০১৯, ১৪:৪৯

বিখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক, মুক্তিযোদ্ধা লাকী আখান্দ গত হয়েছেন দুই বছর হলো। তবে কিংবদন্তী এই মানুষটিকে ভুলেনি ভক্তরা। আজ তার ৬৩ তম জন্মদিন। তাইতো প্রিয় এই শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়ে গুগল তার হোমপেজে ডুডল প্রকাশ করেছে।

লাকী আখান্দের জন্ম ১৯৫৬ সালের ৭ জুন। পাঁচ বছর বয়সেই তিনি তার বাবার কাছ থেকে সঙ্গীত বিষয়ে হাতেখড়ি নেন। তিনি ১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশুশিল্পী হিসেবে সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সঙ্গীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন।

১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকী আখান্দের প্রথম সলো অ্যালবাম লাকী আখান্দ প্রকাশ পায়।

তিনি ব্যান্ড দল হ্যাপি টাচ-এর সদস্য। ‘এই নীল মনিহার’, ‘আবার এল যে সন্ধ্যা’ এবং ‘আমায় ডেকো না’ বিখ্যাত এই গানগুলোর স্রষ্টা লাকী আখান্দ চলে গেছেন তবে রেখে গেছেন কালজয়ী কিছু গান। যা দিয়ে আজীবন ভক্তদের মনে গেঁথে থাকবেন তিনি।

ক্ষণজন্মা এই শিল্পী গান গাওয়ার পাশাপাশি সুর করেছেন অন্য শিল্পীদের জন্যে। তার গান করেছেন কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, জেমস, হাসান প্রমুখ।

১৯৮৭ সালে ছোট ভাই ‘হ্যাপী আখান্দের’ মৃত্যুর পরপর সঙ্গীতাঙ্গন থেকে তিনি অবসর নেন।

১৯৬৯ সালে লাকী আখান্দ পাকিস্তানি আর্ট কাউন্সিল থেকে বাংলা আধুনিক গানে পদক লাভ করেন।

দীর্ঘদিন ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৭ সালের ২১ এপ্রিল ৬১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান লাকী।

জিএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh