logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

ঈদে মুক্তি পেল তিন সিনেমা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৫ জুন ২০১৯, ১৪:৫১ | আপডেট : ০৬ জুন ২০১৯, ১৯:৩৩

এবার ঈদে বিগ বাজেটের একাধিক চলচ্চিত্র মুক্তি পেল। ঢাকাই ছবি কিং খ্যাত শাকিব খান নিয়ে এসেছেন ‘পাসওয়ার্ড’ এবং ‘নোলক’ ছবি নিয়ে। খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান এসেছেন ভিন্নধর্মী গল্পের ‘আবার বসন্ত’ ছবি নিয়ে।

অ্যাকশন ঘরানার ছবি পাসওয়ার্ড। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে দ্বিতীয় ছবি এটি। শাকিবের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। আছেন মিশা সওদাগর, ইমনসহ একঝাঁক শিল্পী। পরিচালনা করেছেন মালেক আফসারী। ছবিটি নিয়ে বিরাট আশাবাদী শাকিব খান। বেশ জোরেশোরে প্রচার করেছেন তিনি। আগেই শাকিব বলেছিলেন, আমার ঈদ হবে পাসওয়ার্ডময়।

ঢাকাই ছবির গ্লামারাস নায়িকা ইয়ামিন হক ববি এসেছেন ‘নোলক’ নিয়ে। শাকিব-ববি জুটির পঞ্চম ছবি এটি। পারিবারিক গল্পের ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, নিমা রহমান, ওমর সানী, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, রেবেকা, ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত।  পরিচালনায় সাকিব সনেট অ্যান্ড টিম। এই সিনেমার প্রচারে নায়িকা ববি বেশ ব্যস্ত সময় পার করেছেন। যদিও শাকিব খানকে সিনেমার প্রচারে দেখা যায়নি। তবে নায়িকা ববি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।

সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, এটি বিগ বাজেটের ছবি। মৌলিক গল্পের ছবি। সবাই হলে গিয়ে দেখবেন। আমি নিজেও ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে হলে বসে দেখবো।

শাকিব খান ছাড়া আরও একজন খান দুই ছবি নিয়ে আসছেন ঈদে। তিনি তারিক আনাম খান। নোলক-এ শাকিব খানের বাবার চরিত্রে। অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিতে তিনিই নায়ক। এই সিনেমায় ৬৫ বছর বয়সী ইমরান চৌধুরীর সঙ্গে ২৫ বছর বয়সী তিথির রসায়ন দেখা যাবে। ছবিতে তারিক আনাম খানের নাম ইমরান চৌধুরী আর স্পর্শিয়া তিথি মোস্তফা চরিত্রে অভিনয় করেছেন।

সিনেমা নিয়ে স্পর্শিয়া আগেই বলেছিলেন, এবারের ঈদ হলে হলে পার করবো। বন্ধুদের সঙ্গেই সারাদিন ঘুরে বেড়াবো। দর্শকদের সঙ্গে হলে বসে ‘আবার বসন্ত’ দেখবো।

জানা গেছে, ঈদে ‘পাসওয়ার্ড’ ১৬৩ ও ‘নোলক’ ৮০টি এবং ‘আবার বসন্ত’ ঢাকার দুটি স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ দেশের সাতটি হলে মুক্তি পেয়েছে। পরে সিনেমা তিনটির হল সংখ্যা আরও বাড়তে পারে।

 

জিএ/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়