logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

ফানিমুনে তৌসিফ-মম

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৪ জুন ২০১৯, ১১:৫২

ফাহিম দেশের বাইরে থাকে। দেশে ফিরে হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন। পাত্রী ফারিয়া। সদ্য বি কম শেষ করেছেন। দুজনই মনের দিক থেকে বেশ কালারফুল ও স্টাইলিশ। ফারিয়া পড়ালেখা জীবনের শেষ সেমিস্টারে এসে ব্রেকআপ করেছেন বয়ফ্রেন্ডের সঙ্গে।

অন্যদিকে ফাহিমের অতীতও বেশ আলোচনার। তবে বিয়ের পর বের হবে দুজনের আসল রূপ। এরকম বিভিন্ন ঘটনা নিয়ে এগিয়ে যাবে ফানিমুন নাটকের দৃশ্য।

হাসিব হাসান চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন তপু খান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, তৌসিফ মাহবুব, মুমতাহিনা টয়া প্রমুখ।

নাটকটি আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার শুরু হবে ঈদের আগেরদিন রাত ৮টা ৩০ মিনিটে।

জিএ/পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়