• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আরটিভিতে সাত দিনব্যাপী মোশাররফ উৎসব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ জুন ২০১৯, ১৬:২৬

জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম। অসংখ্য দর্শকপ্রিয় টেলিভিশন নাটক-টেলিফিল্ম উপহার দিয়েছেন দর্শকমন রাঙিয়ে চলছেন তিনি। বড় পর্দায় অভিনয় করেও কুড়িয়েছেন প্রশংসা। ঈদ-উল-ফিতর উপলক্ষে জনপ্রিয় এই তারকাকে নিয়ে আরটিভি আয়োজন করেছে ‘মোশাররফ উৎসব’। চ্যানেলটিতে মোশাররফ করিম অভিনীত সাতটি নাটক ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে।

নাটকগুলো হলো-

ঈদের দিন: প্রথম নাটক ‘মনটা খারাপ’। রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। অভিনয়ে মোশাররফ করিম, কল্যাণ কোরাইয়া, স্বাগতাসহ অনেকে।

ঈদের ২য় দিন : মোশাররফ উৎসব এর দ্বিতীয় নাটক ‘মাইকেল মামা মিনু খালা’। রচনায় মুনতাহা বৃত্তা। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

ঈদের ৩য় দিন : ‘বিবাহযোগ্য’ মোশাররফ উৎসবের তৃতীয় নাটক। নাটকটি রচনা করেছেন জুয়েল এলিন। পরিচালনায় শামস্ করিম। অভিনয়ে মোশাররফ করিম, সামিয়া অথৈসহ অনেকে।

ঈদের ৪র্থ দিন : মোশাররফ উৎসব এর চতুর্থ নাটক ‘ভদ্রলোক’। রচনায় আশরাফুল চঞ্চল। পরিচালনা আলমগীর রুমান। অভিনয়ে মোশাররফ করিম, সিলোয়ানা আফরিন মিম, আব্দুল্লাহ রানা, রাশেদ শাওন প্রমুখ।

ঈদের ৫ম দিন: ‘হানিমুন ডিভোর্স’ মোশাররফ উৎসবের পঞ্চম নাটক। রচনায় মুনতাহা বৃত্তা। পরিচালনায় রুলীন রহমান। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, কল্যাণ কোরাইয়া, স্বাগতা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: মোশাররফ উৎসবের ষষ্ঠ নাটক ‘মি. অ্যান্ড মিসেস এফবি’। রচনা মুরসালিন শুভ। পরিচালনায় উজ্জ্বল মাহমুদ। অভিনয়ে মোশাররফ করিম, কাজল সুবর্ণ, মাহা, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

ঈদের ৭ম দিন: ‘মিজানের বডিগার্ড’ মোশাররফ উৎসব সপ্তম নাটক। রচনা সবুজ ওয়াহিদ। পরিচালনা সোহেল রানা ইমন। অভিনয়ে মোশাররফ করিম, স্নিগ্ধা মোমিন, হিন্দোল রায়, আনন্দ খালেদ, নিকুল কুমার প্রমুখ।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি একটা তেলাপোকাও মারতে পারি না : মোশাররফ করিম
নিজের দেশেই ‘আমদানি’ হয়ে আসছেন মোশাররফ করিম
কলকাতার অলিগলিতে শুধুই মোশাররফ করিম
X
Fresh