logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

মাই স্পোর্টস-এ তারকারা

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০২ জুন ২০১৯, ২১:২৮ | আপডেট : ০২ জুন ২০১৯, ২১:৩৯
প্রযুক্তির ছোঁয়া মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় গত ফুটবল বিশ্বকাপে টেলিকম অপারেটর রবি নিয়ে এসেছিল মাই স্পোর্টস অ্যাপস।

bestelectronics
২০১৮ সালে রাশিয়ার অনুষ্ঠিত ওই বিশ্বকাপ সরাসরি উপভোগ করে রবি ও এয়ারটেল  গ্রাহকরা। এবার ইংল্যান্ডে শুরু হওয়া ক্রিকেট বিশ্বকাপেরও সবগুলো ম্যাচ এই অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে।

যার প্রচারণায় দেখা গেছে বাংলাদেশের বেশ কজন অভিনেতা, অভিনেত্রী ও সঙ্গীত শিল্পীকে।

তাদের মধ্যে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, বাঁধন, আমিন খান, পপি, চঞ্চল চৌধুরী, আইরিন, নিরব, ইমরান, কনাসহ অনেকে। তারা সবাই অ্যাপসের মাধ্যমে খেলা দেখার জন্য দর্শকদের আমন্ত্রণ জানান।

এদিকে মাই স্পোর্টস অ্যাপসের মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ লাইভ ছাড়াও এসএমএসের মাধ্যমে পাবেন খেলার সব আপডেট, আইভিআরের মাধ্যমে শোনা যাবে সব খেলার লাইভ কমেন্ট্রি।

এছাড়া ওয়াপ সার্ভিসের মাধ্যমে খেলার ভিডিও দেখার সুযোগ ও অ্যাপস সার্ভিসের মাধ্যমে বিশ্বকাপ ক্রিকেটে সব ম্যাচ দেখার সুযোগ থাকছে।

এম

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়