• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নিলয়-হিমির ‘কেন আজ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০১৯, ১৯:৩৩

এবার ঈদকে সামনে রেখে প্রকাশ পাচ্ছে ‘কেন আজ’ শিরোনামের একটি গান-ভিডিও। গীতিকবি জামাল হোসেনের কথায় গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী বেলাল খান। এ গান-ভিডিওটি প্রকাশের মধ্য দিয়েই সঙ্গীতাঙ্গনে আজ মঙ্গলবার যাত্রা করবে গানের নতুন প্রযোজনা সংস্থা রঙ্গন মিউজিক।

‘কেন আজ’ গানটি সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গান-ভিডিওটি গানের কথার সঙ্গে মিল রেখে নির্মিত হয়েছে নান্দনিক একটি গল্পনির্ভর ভিডিও। যে ভিডিওতে হাজির হয়েছেন টিভি পর্দার দুই পরিচিত মুখ নিলয় আলমগীর ও হিমি। সঙ্গে থাকছেন শিল্পী বেলাল খানও।

ভিডিওটি নির্দেশনা দিয়েছেন মাহিন আওলাদ। এর আগে নির্মাতা ‘মায়া বাড়াইছে’, ‘মনের দুঃখ’, ‘পিছুটান’ গানগুলোর নান্দনিক ভিডিও নির্মাণ করেছেন।

গানটি প্রসঙ্গে গীতিকবি জামাল হোসেন বলেন, ‘সঙ্গীত চর্চা আমার দীর্ঘদিন থেকে। তবে গান লেখার চর্চা চার বছর ধরে। আর কবিতা আমার নিত্যদিনের সঙ্গী। এই কবিতাই গান হয়ে যায়। কেন আজ একটি রোমান্টিক গান। গানটির পেছনে সবাই খুব যত্ন নিয়ে কাজ করেছেন। ফলে ভালো একটি কাজ দাঁড়িয়েছে। আশা করি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

বেলাল খান বলেন, ‘গীতিকবি জামাল ভাই দারুণ একটি গান লিখেছেন। কথাগুলো আমার আমার কাছে দারুণ লেগেছে। আর আহমেদ হুমায়ূন গানটির কথায় দারুণ সুর ও মিউজিক বসিয়েছেন। গাইতে দারুণ লেগেছে। মিউজিক ভিডিওতে গানটি শোনার পাশাপাশি শ্রোতারা সিনেমার একটি ফ্লেবার পাবেন। কারণ মাহিন ভাই যত্ন করে ভিডিওটি বানিয়েছেন।’

গানটির ভিডিও নির্মাতা মাহিন বলেন, সময়ের চাহিদায় এখন গানের সঙ্গে ভিডিও নির্মাণ করা হয়। গানের কথার সঙ্গে সে ভিডিওর গল্পের মিল না থাকলে দর্শকরা গান থেকেও মুখ ফিরিয়ে নেয়। আমার নির্মাণে সব সময় গল্প বলার চেষ্টা করি। গানেও তার ব্যতিক্রম হবে না।’

গানটি দর্শক-শ্রোতাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন মডেল নিলয় আলমগীর ও হিমি। এদিকে যে রঙ্গন মিউজিক থেকে প্রকাশ হবে গানটি। সেই প্রতিষ্ঠানটি নিয়মিত গান প্রকাশ করবে। ঈদের পর পরই দেশের নতুন-পুরোনো শিল্পীদের একাধিক গান প্রকাশ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনবল নিয়োগ দেবে বেক্সিমকো, সাপ্তাহিক ছুটি ২ দিন
একদিন আগেই নোঙর করবে এমভি আবদুল্লাহ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh