logo
  • ঢাকা মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯, ৫ ভাদ্র ১৪২৬

বিয়ে নিয়ে আফরান নিশোর অজুহাত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০১ জুন ২০১৯, ০৯:০৬

একই এলাকায় বাস করেন আফরান নিশো ও তানজিন তিশা। চিন্তাভাবনায় দুজনের মধ্যে ঢের তফাৎ। পরিচিত হবার পর একটা সময় দুজনের একে একে অপরের প্রতি ভালোলাগা তৈরি হয়। হঠাৎ একদিন আফরান নিশোকে প্রেমের প্রস্তাব দেন তানজিন তিশা। নিশো নানা অজুহাত দেখায় তিশাকে।

একটা সময় তিশার প্রস্তাব গ্রহণ করেন নিশো। বারবার অজুহাত দেখানো এই মানুষটি তিশাকে নানা অজুহাত দেখাতে থাকেন। নানা খুনসুটিতে এগিয়ে যেতে থাকে তাদের সম্পর্ক। এক সময় বিয়ের কথা উপস্থাপন করলে বিয়ে করা নিয়েও অজুহাত দেখায় নিশো। এতে বিরক্ত হয় তিশা।

ঘটনাটি একটি নাটকের। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘মিস্টার অজুহাত’। সাজিন আহমেদ বাবুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন মিলন ভট্টাচার্য্য।

আফরান নিশো ও তানজিন তিশা ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন আরফান আহমেদ, মিলন ভট্টাচার্য্য, মিলি বাশার, ফখরুল বাসার মাসুম, তাবাস্সুম মিথিলা প্রমুখ।

আরটিভি’র ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি প্রচার হবে ঈদের দিন হতে ঈদের সপ্তম দিন পর্যন্ত সন্ধ্যা ৬টায়।

 

জিএ/এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়