logo
  • ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১, ২৯ চৈত্র ১৪২৭

ব্রিটনির মৃত্যু নিয়ে গুজব

জনপ্রিয় পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স সড়ক দুর্ঘটনায় মারা গেছেন- এমন সংবাদই প্রচার করে সনি মিউজিক। তাদের অফিশিয়াল টুইটার পেজে এ সংবাদ প্রকাশ করার পরই হুলুস্থুল পড়ে যায়। তবে বিষয়টি যে গুজব তা সনি মিউজিকই জানিয়েছে।

ব্রিটনি স্পিয়ার্সের মৃত্যুর মিথ্যা সংবাদটি নিজেদের পেজ থেকে ছড়িয়ে পড়ায় দুঃখ প্রকাশ করে সনি মিউজিক। নিজেদের অফিসিয়াল টুইটার পেজ হ্যাক করার কথা জানিয়ে সনির পক্ষ থেকে এক বিবৃতি দেয়া হয়। তাতে জানানো হয়, একটি হ্যাকিং গ্রুপ পেজটি হ্যাক করে ব্রিটনির মৃত্যু নিয়ে কয়েকটি টুইট পোস্ট করে।

নিজের মৃত্যু ভুয়া খবর নিয়ে মুখ না খুললেও তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন ব্রিটনির ম্যানেজার।

শুধু সনি মিউজিকের পেজই নয় গেলো অক্টোবরে সাহিত্যে নোবেল পাওয়া কিংবদন্তি সঙ্গীত শিল্পী বব ডিলানের টুইটারও হ্যাক করে ব্রিটনির মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার করা হয়।

ওয়াই/ এস

RTV Drama
RTVPLUS