• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কান বৃত্তান্ত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০১৯, ১৬:৩৩

ফ্রান্সের কান শহরের পালে দো ফেস্তিভালের দ্য থিয়েটার লুমিয়েরে গত ১৪মে মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হয়েছিল কান চলচ্চিত্র উৎসবের। ২৫ মে শনিবার ১২ দিনের এই বর্ণাঢ্য আয়োজন শেষ হয়েছে।

এ বছর কানের সর্বোচ্চ পুরস্কার পাম দ’র (স্বর্ণ পাম) পেয়েছে ‘প্যারাসাইট’ সিনেমা। কোরিয়ার প্রথম কোনও চলচ্চিত্র হিসেবে এই পুরস্কার জিতেছে। এই ছবির জন্য দক্ষিণ কোরিয়ার নির্মাতা বন জুন হো পেয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় সম্মান।

মূল প্রতিযোগিতা বিভাগ য় পাম দ’র : প্যারাসাইট (বন জুন হো, দক্ষিণ কোরিয়া) য গ্রাঁ প্রিঁ : আটলান্টিক (মাতি দিওপ, সেনেগাল- ফ্র্যান্স) সেরা অভিনেতা : আন্তোনিও ব্যান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি, স্পেন), সেরা অভিনেত্রী : এমিলি বিচাম (লিটল জো, যুক্তরাজ্য), সেরা পরিচালক : জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং আহমেদ, বেলজিয়াম)।

সেরা অভিনয় : চিয়ারা মাস্ত্রোইয়ান্নি (অন অ্যা ম্যাজিক্যাল নাইট, ফ্রান্স), সেরা চিত্রনাট্যকার : সেলিন সিয়ামা (পোর্ট্রেট অব অ্যা লেডি অন ফায়ার, ফ্রান্স), জুরি প্রাইজ : লে মিজারেবলস (লাজ লি, মালি-ফ্রান্স) ও বাকুরাউ (ক্লেবার মেনদোনসা ফিলো ও জুলিয়ানো দোরনেলেস, ব্রাজিল), স্পেশাল মেনশন : ইট মাস্ট বি হ্যাভেন (ইলিয়া সুলেমান, ফিলিস্তিন) সম্মানসূচক পাম দ’র : আলা দ্যুলো, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেরা স্বল্পদৈর্ঘ্য ছবি : দ্য ডিস্ট্যান্স বিটউইন আস অ্যান্ড দ্য স্কাই (ভাসিলিস কেকাতোস, গ্রিস), স্পেশাল মেনশন (স্বল্পদৈর্ঘ্য ছবি) : মনস্টার গড (অগাস্তিনা স্যান মার্টিন, আর্জেন্টিনা) আঁ সাঁর্তে রিগার, সেরা চলচ্চিত্র : দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিজিসি গুজমাও (করিম আইনুজ, ব্রাজিল), জুরি প্রাইজ : ফায়ার উইল কাম (অলিভার লাচে, ফ্রান্স)।

সেরা পরিচালক : কান্তেমির বালাগভ (বিনপোল, রাশিয়া), স্পেশাল জুরি প্রাইজ : লিবার্টি (আলবের্ত চেরা, স্পেন), বিচারকদের মুগ্ধতা : অ্যা ব্রাদার’স লাভ (মনিয়া শকরি, কানাডা) ও দ্য ক্লাইম্ব (মাইকেল অ্যাঞ্জেলো কভিনো, যুক্তরাষ্ট্র)। জুরি স্পেশাল মেনশন : জোয়ান অব আর্ক (ব্রুনো দুমো, ফ্রান্স) ক্যামেরা দ’র য় সিজার ডায়াজ (আওয়ার মাদারস, বেলজিয়াম-গুয়াতেমালা) সিনেফঁদাসো য় প্রথম পুরস্কার : মানো আ মানো (লুই কোরভয়জিয়ের, সিনেফ্যাব্রিক, ফ্রান্স), দ্বিতীয় পুরস্কার : হিউ (রিচার্ড ভ্যান, ক্যাল আর্টস, যুক্তরাষ্ট্র), তৃতীয় পুরস্কার : অ্যামবিয়েন্স (উইসাম আল জাফারি, দার আল-কালিমা ইউনিভার্সিটি কলেজ অব আর্টস অ্যান্ড কালচার, ফিলিস্তিন) ও দ্য লিটল সৌল (বারবারা রুপিক, পিডব্লিউএসএফটিভিটি, পোল্যান্ড)।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ড. ইউনূস ইউনেস্কোর পুরস্কার পাননি: শিক্ষামন্ত্রী
স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
X
Fresh