• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

গান লেখা আমার নেশা ও পেশা: সুহৃদ সুফিয়ান

এ এইচ মুরাদ, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০১৯, ২০:১৯

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের কণ্ঠে ‘আগুন’, ‘ওরে পাখি’, ‘দাবাড়ুর চাল’ আর হাবিব ওয়াহিদের কণ্ঠে ‘ঘুম’, ‘ঝড়’, ‘অবুঝপনা’, ‘তোমাকে চাই’ এসব জনপ্রিয় গানের পেছনে যে মানুষটির নাম লুকিয়ে আছে তিনি সুহৃদ সুফিয়ান। মিউজিক ইন্ডাস্ট্রিতে তিনি ‘জেন্টেলম্যান’ বলেই পরিচিত। সুহৃদ সুফিয়ান আরটিভি অনলাইনের মুখোমুখি হয়ে জানালেন গীতিকার হওয়ার পেছনের গল্প, বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক এ এইচ মুরাদ।

গান লেখার শুরুটা কবে?

এটা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে যদ্দুর মনে পড়ে তা হলো, ক্লাস সেভেন-এইট (১৯৯৯-২০০০) থেকে কিছু লেখা এখানে-সেখানে টুকে রাখা আরম্ভ করি। বছর দুয়েক পর দেখা গেল, অংক খাতার শেষের পৃষ্ঠাগুলো এলোমেলো ছড়া-কবিতা-গানে ভরে যাচ্ছে। ছেলে মানুষী তখন তুঙ্গে। নিজের থেকেই স্কুল বন্ধুদের একটু দেখিয়ে আবার লুকিয়ে রাখার চেষ্টা করতাম। টিফিন টাইমে আমাকে ফাঁকি দিয়ে ওরা পড়া শুরু করতো।

গীতিকার হওয়ার পেছনে অনুপ্রেরণায় কে ছিলেন?