logo
  • ঢাকা রোববার, ১১ এপ্রিল ২০২১, ২৮ চৈত্র ১৪২৭

সবার ভালোবাসায় সিক্ত আরটিভি

তোমায় নিয়ে আগামীর গাঁথা, তোমাকে আসতেই হবে, তোমায় নিয়ে উৎসব আমার...। সত্যি দর্শকদের নিয়েই আরটিভির উৎসব। দর্শকদের ভালোবাসাতেই ‘আজ এবং আগামীর’ শ্লোগানে আরটিভি পা রাখলো বারো বছরে। সত্য ও বিবেকের পক্ষে অবস্থান নিয়ে এক দল দক্ষ গণমাধ্যম কর্মীর প্রচেষ্টায়, হাঁটি হাঁটি পা পা করে ১১টি বছর পার করলো চ্যানেলটি।

জন্মদিনের এই শুভক্ষণকে স্মরণীয় করতে সোমবার আগত অতিথিদের নিয়ে কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেয় আরটিভি পরিবার।

বর্ষপূর্তির এই শুভক্ষণে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই আরটিভির তেজগাঁওয়ের বেঙ্গল কার্যালয়ে আসেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সমাজের সবস্তরের মানুষ।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরটিভিকে শুভেচ্ছা জানাতে আসেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

শুভেচ্ছা পর্বে অতিথিরা টেলিভিশনের সংবাদ ও অনুষ্ঠানের প্রশংসা করে জানান তাদের প্রত্যাশার কথা।

এসময় আরটিভির সঙ্গে থাকার জন্য সব শ্রেণি-পেশার মানুষকে কৃতজ্ঞতা জানান আরটিভির ভাইস-চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। বর্তমানকে পুঁজি করে আগামীতে দর্শকদের পছন্দকে সবচে’ বেশি গুরুত্ব দেয়ার অঙ্গীকারও করেন তিনি।

সংবাদ ও অনুষ্ঠান নিয়ে দর্শকদের কাছে নিজেদের দায়বদ্ধতার কথা তুলে ধরেন টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

এসজেড / এসএস

RTV Drama
RTVPLUS