• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গণতন্ত্র জয়ী হয়েছে: শাহরুখ খান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মে ২০১৯, ১২:৪০

ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে নরেন্দ্র মোদির বিজেপি। দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর আসনে বসতে যাচ্ছেন মোদি। এই জয়ের জন্য মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এই তালিকায় বাদ যাননি বলিউডের তারকারাও।

সালমান খান, অজয় দেবগণ, কঙ্গনা রানাওয়াত বেশ আগেই শুভেচ্ছা জানিয়েছেন। এবার শুভেচ্ছা জানালেন বলিউড কিং খান শাহরুখ।

টুইটারে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, ‘ভারতীয় হিসাবে আমরা গর্বিত। গণতন্ত্রের রায় স্পষ্ট। আমরা আমাদের পছন্দের দলকে বেছে নিয়েছি। এবার আমাদের স্বপ্ন ও প্রত্যাশা পূরণের কথা ভেবে এই সরকারের পাশে থেকে কাজ করতে হবে। নির্বাচনী ম্যান্ডেট ও গণতন্ত্র জয়ী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা।‘

উল্লেখ্য, ভোটের আগে নরেন্দ্র মোদির কথা রেখে ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেছিলেন শাহরুখ। গেয়েছিলেন ‘করো মতদান’ নামের একটি র‍্যাপ গান। সেসময় টুইটারে পোস্ট করে মোদিকে ট্যাগ করেছেন এই অভিনেতা। লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৃজনশীল কিছু করতে বলেছিলেন। ভিডিওটা তৈরি করতে আমি একটু দেরিই করে ফেললাম। তবে ভোট দিতে আপনারা কিন্তু গড়িমসি করবেন না। ভোট প্রদান করা শুধু আমাদের অধিকারই নয়, এটা আমাদের ক্ষমতাও। দয়া করে তার সদ্ব্যবহার করুন।

ভোট কেন্দ্রে স্ত্রী গৌরীর সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন শাহরুখ। সঙ্গে ছোট ছেলে আব্রামকে নিয়ে গিয়েছিলেন তারা।

জিএ/এসএস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
ভারতের লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল, ৭ ধাপে হবে ভোটগ্রহণ
X
Fresh