logo
  • ঢাকা রবিবার, ২৫ আগস্ট ২০১৯, ১০ ভাদ্র ১৪২৬

শুটিংয়ে আহত জন আব্রাহাম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ মে ২০১৯, ০৮:৪০ | আপডেট : ২৫ মে ২০১৯, ০৯:০৮

বলিউড অভিনেতা জন আব্রাহাম শুটিংয়ে আহত হয়েছেন। সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসক।

জনের আগামী সিনেমা ‘পাগলপান্তি’র শুটিংয়ে গতকাল শুক্রবার এই ঘটনা ঘটেছে। সিনেমাটির শুটিং চলছিল মুম্বাইতে। আসন্ন এই সিনেমার পরিচালক আনিস বাজমি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, খুব সাধারণ একটা শট ছিল। শেষ অংশের শুটিং চলছিল। ট্রাকে চড়ে মারামারির দৃশ্যে শুটিং করছিলেন জন। টাইমিং মিস করার জন্য দুর্ঘটনা ঘটেছে। হঠাৎ হাতের মাংসপেশিতে চোট পান তিনি।

আগামী কয়েক সপ্তাহ তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হাতের চোট নিয়ে শুটিং করা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন অভিনেতা। এজন্য প্রায় ২০ দিন শুটিং থেকে বিরতি নিতে হয়েছে জনকে।

‘পাগলপান্তি’ ছবির প্রযোজক কুমার মঙ্গত নিশ্চিত করেছেন জনের আহত হওয়ার খবর। ওই দিন শুটিংয়ে ওই দৃশ্যে আরও উপস্থিত ছিলেন অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, পুলকিত সম্রাট প্রমুখ।

 

জিএ/এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়