• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সেনিজের ‘বিরহের নদী’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৯, ১৩:৩৭

তরুণ প্রজন্মের আলোচিত সঙ্গীতশিল্পী তানিশা ইসলাম সেনিজ। নিয়মিতভাবে স্টেজ শো, একক গান ও নাটকের গানে কণ্ঠ দিচ্ছেন তিনি।

সম্প্রতি সেনিজের গাওয়া ‘কয় পা এগুবে বলো’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। গানটি ‘হ্যালো নাইন ওয়ান ওয়ান লাভ ইমারজেন্সি’ টেলিছবির। জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও ইরফান সাজ্জাদ অভিনয় করেছিলেন।

এরপর বেশ কিছু গান প্রকাশিত হয়েছে সেনিজের। কিছুদিন আগে ‘প্রেম’ শিরোনাম একটি ডুয়েট গান প্রকাশ হয় তার। সেই ধারাবাহিকতায় আসছে ঈদে নতুন গান ‘বিরহের নদী’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। গানটি লিখেছেন লিমন আহমেদ। আর জিয়া উদ্দিন আলমের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন। ঈদের আগেই গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশিত হবে।

গানটির ব্যাপারে সেনিজ বলেন, ‌স্যাড এবং মেলোডিয়াস একটি গান এটি। এর কথার পাশাপাশি সুর, সঙ্গীত খুবই সুন্দর হয়েছে। আমি যেহেতু মেলোডি গানই বেশি করি এই গানটিও সেই ধাঁচেরই। আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

সুকণ্ঠী সেনিজ ২০০৯ সালের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার দ্বিতীয় রানারআপ হন। এরপর মাঝে নিজেকে তৈরি করতে সময় নেন বেশ খানিকটা সময়। অবশেষে ২০১৬ সালে স্বনামে (সেনিজ) প্রকাশ করেন তার প্রথম একক অ্যালবাম।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh