logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

‘শাহরুখ খান আমার বাবার মতোই’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ মে ২০১৯, ১৩:৩৪ | আপডেট : ২১ মে ২০১৯, ১৬:৩১

বলিউড তারকা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। সম্প্রতি ভারতের ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে অনন্যা বলেন, শাহরুখ খানকে বাবার মতোই দেখি। তাকে ঘিরে আমার শৈশবের অনেকটা সময় কেটেছে। তার পরিবারকেও দেখতে দেখতে বেড়ে উঠেছি।

শাহরুখ খানের মেয়ে সুহানার সঙ্গে বন্ধুত্ব আছে অনন্যার। প্রায় সময় তাদের একসঙ্গে দেখা যায়। সাক্ষাৎকারে পরিবার ও অভিনয় নিয়ে বেশ কিছু কথা বলেছেন অনন্যা। সম্প্রতি শাহরুখের ছোট ছেলে আব্রামের সঙ্গে অনন্যার একটি দুষ্টুমির ভিডিও দেখা যায়।

অনন্যা বলেন, তারকা পরিবারের সন্তান হলেও তাকে অডিশন দিয়ে অভিনয়ে আসতে হয়েছে। সম্প্রতি ‘পতি পত্মী অর ওহ’ সিনেমায় দুবার অডিশন দিয়ে চান্স পেয়েছেন বলে জানান তিনি। 

আলোচিত সিনেমা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ এর সিকুয়াল ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’তে অভিনয় করে তার বলিউডে অভিষেক হতে যাচ্ছে অনন্যার। এই ছবিতে জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। এখানে তার চরিত্রটির নাম শ্রেয়া সুখদিয়া।

 

জিএ/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়