• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সমীক্ষা বলছে জয়ী হবেন দেব-নুসরাত-মিমি

বিনোদন ডেস্ক, আরটিভই অনলাইন

  ২০ মে ২০১৯, ১৪:৩৩

ভারতের লোকসভা নির্বাচনে শুরু থেকেই তৃণমূলের লক্ষ্য ছিল ৪২-এ ৪২। কিন্তু বুথ ফেরত সমীক্ষা স্বস্তি দিচ্ছে না দলটির নেতাকর্মীদের।

মোটামুটি সব সমীক্ষাই বলছে, পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির আসন ১০-এর বেশি।

ইন্ডিয়া টুডে-র সমীক্ষায় বিজেপি ২৩টি পর্যন্ত আসন পেতে পারে। সেখানে তৃণমূলের সর্বাধিক আসন হতে পারে ২২। তবে শোবিজ তারকারা ঠিক জয় আনছে বলে সমীক্ষাটিতে উঠে এসেছে।

চিত্রনায়ক দেব, চিত্রনায়িকা নুসরাত ও মিমি চক্রবর্তী বুথ ফেরত সমীক্ষায় সম্ভাব্য জয়ীর তালিকায় রয়েছেন।

এই তালিকায় রয়েছেন মুনমুন সেন ও শতাব্দী রায়ও। ঘাটাল থেকে দেব, যাদবপুর থেকে মিমি চক্রবর্তী ও বসিরহাট থেকে নুসরাত প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবিপি-নিয়েলসন সমীক্ষায় ১৬টি আসনে এগিয়ে থাকছে বিজেপি। আর তৃণমূল পেতে পারে ২৪টি আসন। যত সম্ভব বেশি আসন নিয়ে মহাজোটের পথে যাবে তৃণমূল, এমনটাই আশা।

রোববার ১৯ মে শেষ ধাপের নির্বাচনের দিন তারকাদের সরব উপস্থিতি ছিল। এদিন সকালেই অভিনেত্রী তথা তৃণমূল তারকা প্রার্থী নুসরাত জাহান ভোট দিয়েছেন দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে।

ভোট দিয়েছেন- দেব, রাজ চক্রবর্তী, জিৎ, সোহম, কোয়েল, রঞ্জিত মল্লিক, দেবশ্রী, শতাব্দী রায়, অরিন্দম শীল, ঋতাভরী চক্রবর্তী।

দুই মেয়ে রিয়া এবং রাইমাকে নিয়ে ভোট দিয়েছেন আসানসোলের তৃণমূল প্রার্থী মুনমুন সেনও। আগামী ২৩ মে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে।

এম/এ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি : আইইবি
সরকারি জমিতে হিজড়াদের প্রথম মসজিদ
সরকার সন্ত্রাসীদের উপর ভর করে দেশ চালাচ্ছে : রিজভী
অভিষেককে গোপনে বিয়ে, আত্মহত্যা করতে গিয়েছিলেন জাহ্নবী
X
Fresh