logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

জনতার রায়ের অপেক্ষায় নুসরাত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ মে ২০১৯, ১৪:৫৭ | আপডেট : ১৯ মে ২০১৯, ১৫:০৭
টালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান চলতি লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন। আজ রোববার (১৯ মে) এই কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

bestelectronics
দিনের প্রথমভাগেই হলুদ-কালো শাড়ি, হালকা মেকআপ, আর কপালে ছোট হালকা টিপ- এমন সাঁজে ভোট কেন্দ্রে গিয়েছিলেন নুসরাত।

সপ্তম ও শেষ দফার নির্বাচনের দিন সকালে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দেন নুসরাত।

ভিডিওতে তিনি বলেন, ভোট আমাদের মৌলিক অধিকার। আপনারা কেউ বাড়িতে বসে থাকবেন না। সবাই ভোট দেবেন। আমিও যাচ্ছি। ভোট দেয়ার পর আঙুলে কালি লাগানো ছবিও শেয়ার করেছেন তিনি।

প্রতিনিয়তই নুসরাত মানুষের কাছে পৌঁছাতে চেষ্টা করেছেন বলে দাবি করেছেন। এই নায়িকার ভক্তের সংখ্যা প্রচুর। রাজনৈতিক পরিচয়ে তিনি মানুষের মন জয় করতে পারবেন কিনা, সেটির উত্তর পাওয়া যাবে আগামী ২৩ মে। এদিন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

তবে তৃণমূল এই প্রার্থীর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দলের প্রধান মমতা ব্যানার্জি। তিনি জানান, উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে নুসরাতকে আমরা প্রার্থী করেছি। তার মাঝে হিন্দু ও মুসলিমের কোনও ভেদাভেদ নেই। সব ধর্মের মানুষের জন্য তার ভালোবাসা দেখেছি। সে জনগণের ভোটে অবশ্যই নির্বাচিত হবে।

এম/এ

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়