• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চীনে ‘এশিয়ান সিভিলাইজেশন প্যারেডে’ বাংলাদেশ সাংস্কৃতিক দল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মে ২০১৯, ১৯:৫৫

চীনের বেইজিং-এ অনুষ্ঠিত এশিয়ান সিভিলাইজেশন প্যারেডে অনুষ্ঠানে যোগ দিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক দল। আন্তর্জাতিক এই আয়োজনে বাংলাদেশ থেকে ২৮ সদস্যের একটি দল প্রতিনিধিত্ব করছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, যন্ত্রশিল্পী ও কারিগরি ব্যবস্থাপকের সমন্বয়ে গঠিত ২৮ সদস্যদের দলটি গত ১২ মে ২০১৯ বেইজিংয়ের উদ্দেশ্যে রওয়ানা করে। বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয়ের সহকারী একান্ত সচিব মো. নাদিম সারওয়ার।

‘এশিয়ান সভ্যতা, বিশ্ব সম্প্রীতি’ শ্লোগানে বেইজিং অলিম্পিক গ্রীনে এক হাজার মিটার পথজুড়ে বিভিন্ন দেশ থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে শোভাযাগ্রা ও নিজ নিজ দেশের পরিবেশনা অনুষ্ঠিত হয়। চীনা জাতিগত গোষ্ঠীর বৈশিষ্ট্য, আকর্ষণীয় এশিয়া, মনোমুগ্ধকর চীন, বেইজিংয়ে স্বাগতম-এই চারটি ধাপে পরিবেশনার মাধ্যমে এশিয়া ও বেইজিংয়ের প্রাচীন এবং আধুনিক সভ্যতাকে তুলে ধরা হয়েছে।

টানা তিনদিন মহড়ার পর ১৬ মে মূল প্যারেড অনুষ্ঠিত হয়েছে। চীন সরকারের এই আয়োজনে ১৭টি দেশ এবং চীনের প্রায় ২০টি প্রদেশের শিল্পীরা অংশগ্রহণ করছে। ১৬ মে বেইজিং সময় সকাল ১০টায় বেইজিং অলিম্পিক গ্রীনে অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন চীনের প্রধানমন্ত্রী। শোভাযাত্রা এবং বিভিন্ন ধরণের পরিবেশনার মধ্যদিয়ে অংশগ্রহণকারী শিল্পীরা নিজ নিজ দেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরেছেন। এই আয়োজন চলবে ২২ মে পর্যন্ত।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh