itel
logo
  • ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৪ জন, আক্রান্ত ৩২০১ জন, সুস্থ হয়েছেন ৩৫২৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

সুবীর নন্দী ছিলেন সঙ্গীত আকাশের উজ্জ্বল নক্ষত্র: ড. হাছান মাহমুদ

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ১৬ মে ২০১৯, ১৬:৫২
সদ্যপ্রয়াত নন্দিত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর স্মরণে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

গেল ১৫ মে রাজধানীর কাকরাইলস্থ হোটেল রাজমণি ঈশাখাঁয় অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।

এছাড়া আলোচনায় অংশ নেন- বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি আবদুর রহমান, প্রখ্যাত সংগীত পরিচালক শেখ সাদী খান, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন,  বাচসাস সাবেক সভাপতি রফিকুজ্জামান, কণ্ঠশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী, মনির খান,  নিরাপদ সড়ক চাই চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, চলচ্চিত্র অভিনেত্রী দিলারা, শাহনূর, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ মিডিয়ার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, সুবীর নন্দী ছিলেন সঙ্গীত আকাশের উজ্জ্বল এক নক্ষত্র। সংগীত অঙ্গনে তার শূন্যতা পূরণ হবার নয়।

বিশেষ অতিথি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সুবীর নন্দীর গানে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি ফুটে উঠতো। বাংলা ভাষাভাষী মানুষের কাছে তার আবেদন কোনোদিন শেষ হবার নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরএ সভাপতি অভি চৌধুরী ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দুলাল খান। উপস্থাপনায় ছিলেন কণ্ঠসম্রাট মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের আহ্বায়কের দায়িত্ব পালন করেন কণ্ঠশিল্পী এসডি রুবেল এবং সদস্য সচিব ছিলেন মোঃ মজিবুর রহমান।

জিএ/এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৫৬১৮ ৭৬১৪৯ ২০৯৬
বিশ্ব ১১৫৮৪৮৭৪ ৬৫৫২২৯২ ৫৩৭৩৬২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়