• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

এটিএম শামসুজ্জামানকে নিয়ে চঞ্চল চৌধুরী’র আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ মে ২০১৯, ২১:৪৫

বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগেও তাকে নিয়ে বেশ কয়েকবার মৃত্যুর গুজব ছড়ায়। গুজবের খবরে পরিবারের সদস্যরা বেশ বিরক্ত হন। অনেক ভক্ত গিয়ে ভিড় করেন হাসপাতালের গেটে।

তবে পরিবারসহ শুভাকাঙ্ক্ষীরা চান তিনি সুস্থ হয়ে ফিরুন। বিনোদন জগতের তারকারা চান জনপ্রিয় এই অভিনেতা আবারও ফিরে আসবেন, হাসিমুখে কথা বলবেন তাদের সঙ্গে। এমনই প্রত্যাশা করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লেখেন, এটিএম ভাই/এটিএম আংকেল। কখনো ভাই, কখনো আংকেল ডাকি। সুস্থ হয়ে ফিরে আসুন তো আমাদের মাঝে। আপনার মুখে এরকম হাসি দেখতে চাই। অনেক দুষ্টামি করতে চাই আপনার সাথে। কথা বোঝেন নাই? আমাকে তো প্রায়ই বলতেন, বোঝো নাই মিয়া? আবার কবে বলবেন? খুব করে চাই। আবার বলতেন, তুমি মিয়া একটা ফাজিল।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত ১২টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ এপ্রিল শনিবার টানা তিন ঘণ্টা অস্ত্রোপচার শেষে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়। রোববার (২৮ এপ্রিল) সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। ৩০ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেলা ৩টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সব জল্পনা-কল্পনার অবসান, শাকিবের ‘তুফান’-এ চঞ্চল
অভিনেতা রুমির মৃত্যুতে ফেসবুক যেন শোক বই
তারকাদের পহেলা বৈশাখ
চঞ্চলের প্রশংসায় মীর আফসার আলী
X
Fresh