logo
  • ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০, ২৭ শ্রাবণ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৯ জন, আক্রান্ত ২৯০৭ জন, সুস্থ হয়েছেন ২০৬২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মাকে নিয়ে গাইলেন অমিতাভ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ মে ২০১৯, ১৫:২২

মা দিবসের আগ মুহূর্তে একটি গানের ভিডিও শেয়ার করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটারে ভিডিওর পাশাপাশি একটি আবেগী বার্তাও দিয়েছেন তিনি। ‘মা’ গানটিতে এক শিশুশিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলে উল্লেখ করেছেন এই অভিনেতা।

আগামীকাল রোববার (১২ মে) মা দিবস। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন তারকারা বিভিন্ন বার্তা শেয়ার করছেন। গানের ভিডিও শেয়ার করে ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আগামীকাল মা দিবস। এই উপলক্ষে এটি একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। সুজিত সরকারের সৃষ্টি, অনুজ গর্গের সুর ও তার ছেলের কণ্ঠ। কথা পুনীত শর্মার আর সঙ্গে আমার কণ্ঠ!

মন ছুঁয়ে যাওয়া এই গানটি শুরু হয়েছে সাহসী, অনুপ্রেরণাদায়ক অনেক মায়েদের সাদা-কালো ছবি দিয়ে। সঙ্গে তাদের জন্ম-মৃত্যুর তারিখও উল্লেখ করা হয়েছে।

মা তেজী বচ্চনের সঙ্গে ছোটবেলার অমিতাভের ছবিও আছে গানটিতে। খোলা চুলে শাড়ি পরিহিতা মায়ের পাশে ফর্মাল পোশাকে দাঁড়ানো ছবি শেয়ার করেছেন অমিতাভ।

গানটি শেষ হয়েছে একটি মনকাড়া কথা দিয়ে। ‘তুম আজ ভি মেরে পাস হো...মা অর্থ তুমি এখনও পাশে আছ মা।’

 

জিএ/এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ২৬০৫০৭ ১৫০৪৩২ ৩৪৩৮
বিশ্ব ২০০৩৬৪৭২ ১২৯০৭৫২৯ ৭৩৪১৮১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়