Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১২ জুন ২০২১, ২৯ জ্যৈষ্ঠ ১৪২৮

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মে ২০১৯, ১৫:২২

মাকে নিয়ে গাইলেন অমিতাভ

মা দিবসের আগ মুহূর্তে একটি গানের ভিডিও শেয়ার করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটারে ভিডিওর পাশাপাশি একটি আবেগী বার্তাও দিয়েছেন তিনি। ‘মা’ গানটিতে এক শিশুশিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলে উল্লেখ করেছেন এই অভিনেতা।

আগামীকাল রোববার (১২ মে) মা দিবস। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন তারকারা বিভিন্ন বার্তা শেয়ার করছেন। গানের ভিডিও শেয়ার করে ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আগামীকাল মা দিবস। এই উপলক্ষে এটি একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। সুজিত সরকারের সৃষ্টি, অনুজ গর্গের সুর ও তার ছেলের কণ্ঠ। কথা পুনীত শর্মার আর সঙ্গে আমার কণ্ঠ!

মন ছুঁয়ে যাওয়া এই গানটি শুরু হয়েছে সাহসী, অনুপ্রেরণাদায়ক অনেক মায়েদের সাদা-কালো ছবি দিয়ে। সঙ্গে তাদের জন্ম-মৃত্যুর তারিখও উল্লেখ করা হয়েছে।

মা তেজী বচ্চনের সঙ্গে ছোটবেলার অমিতাভের ছবিও আছে গানটিতে। খোলা চুলে শাড়ি পরিহিতা মায়ের পাশে ফর্মাল পোশাকে দাঁড়ানো ছবি শেয়ার করেছেন অমিতাভ।

গানটি শেষ হয়েছে একটি মনকাড়া কথা দিয়ে। ‘তুম আজ ভি মেরে পাস হো...মা অর্থ তুমি এখনও পাশে আছ মা।’

জিএ/এম

RTV Drama
RTVPLUS