logo
  • ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনসহ মোট আক্রান্ত ৩৩৭৪, মৃত্যু ১১ জনসহ বেড়ে ৭৯: স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ১৮ জন, মৃত্যু ১, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন: স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬০৮ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের, বিশ্বব্যাপী মোট মৃত্যু ৬৪ হাজার ৬৬৭ জনের, সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত: ওয়ার্ল্ডোমিটার। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, আক্রান্ত ১ লাখ ১৪১৭৪, মৃত্যু ২৬২৪ জন: সিএএএন।

মাকে নিয়ে গাইলেন অমিতাভ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ মে ২০১৯, ১৫:২২

মা দিবসের আগ মুহূর্তে একটি গানের ভিডিও শেয়ার করলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। টুইটারে ভিডিওর পাশাপাশি একটি আবেগী বার্তাও দিয়েছেন তিনি। ‘মা’ গানটিতে এক শিশুশিল্পীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলে উল্লেখ করেছেন এই অভিনেতা।

আগামীকাল রোববার (১২ মে) মা দিবস। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন তারকারা বিভিন্ন বার্তা শেয়ার করছেন। গানের ভিডিও শেয়ার করে ক্যাপশনে অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আগামীকাল মা দিবস। এই উপলক্ষে এটি একটি ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। সুজিত সরকারের সৃষ্টি, অনুজ গর্গের সুর ও তার ছেলের কণ্ঠ। কথা পুনীত শর্মার আর সঙ্গে আমার কণ্ঠ!

মন ছুঁয়ে যাওয়া এই গানটি শুরু হয়েছে সাহসী, অনুপ্রেরণাদায়ক অনেক মায়েদের সাদা-কালো ছবি দিয়ে। সঙ্গে তাদের জন্ম-মৃত্যুর তারিখও উল্লেখ করা হয়েছে।

মা তেজী বচ্চনের সঙ্গে ছোটবেলার অমিতাভের ছবিও আছে গানটিতে। খোলা চুলে শাড়ি পরিহিতা মায়ের পাশে ফর্মাল পোশাকে দাঁড়ানো ছবি শেয়ার করেছেন অমিতাভ।

গানটি শেষ হয়েছে একটি মনকাড়া কথা দিয়ে। ‘তুম আজ ভি মেরে পাস হো...মা অর্থ তুমি এখনও পাশে আছ মা।’

 

জিএ/এম

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৮৮ ৩৩
বিশ্ব ১২৩৭৪২০ ২৫২৯৪৪ ৬৭২৬০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়