• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সুবীর নন্দী স্মরণে আরটিভি’র বিশেষ ‘মিউজিক স্টেশন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ মে ২০১৯, ১৪:৩৯

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে তিনি আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

১৯৮১ সালে ‘সুবীর নন্দীর গান’ শিরোনামে ডিসকো রেকর্ডিংয়ের ব্যানারে বাজারে আসে গুণী এই শিল্পীর প্রথম একক অ্যালবাম।

গেল ৭ মে ২০১৯, মঙ্গলবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুবীর নন্দী। সদ্য প্রয়াত এই গুণী শিল্পীকে নিয়ে বেসরকারি টেলিভিশন আরটিভি সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক স্টেশন’-এর বিশেষ পর্ব।

বিশেষ পর্বে সঙ্গীত পরিবেশন করবেন ইউসুফ, ঝিলিক, সাব্বির জামান ও দিঠি আনোয়ার।

অনুষ্ঠানটির প্রযোজনা করছেন শিবলি জিয়া।

আজ বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে দেখা যাবে অনুষ্ঠানটি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh