logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

জীবন খুবই অনিশ্চিত: ক্যাটরিনা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৮ মে ২০১৯, ১৫:০৪
 

বলিউডের একের পর এক তারকা বিয়ের পিঁড়িতে বসছেন। এবার প্রশ্ন উঠেছে জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কবে বিয়ে করছেন।

নিজের চ্যাট শো-তে ক্যাটরিনাকে ডেকে এ প্রশ্ন করার লোভ সামলাতে পারেননি আরবাজ খানও।

জবাবে ক্যাটরিনা জানান, ‘বিয়ে কবে করব জানি না। জীবন খুবই অনিশ্চিত। তবে মানুষ হিসেবে বিয়ে বা সন্তান— এ সবে বিশ্বাস রয়েছে। ফলে বিয়ে করতেই পারি। কিন্তু এখন আর কোনও কিছুকেই সিরিয়াসলি নিই না।’

ক্যারিয়ারের শুরুতে সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে ভেসেছেন ক্যাটরিনা। এরপর রণবীর কাপুরের সঙ্গে প্রেমে জড়ান এই সুন্দরী অভিনেত্রী। এখন আপাতত তিনি সিঙ্গেল রয়েছেন বলে জানা যায়।

তবে ‘ভারত’ছবিতে অভিনয়ের সূত্র ধরে সালমানের কাছাকাছি এসেছেন আবারও। দুই তারকার সম্পর্ক বেশ ভালো বলেই গুঞ্জন আছে। আলী আব্বাস জাফর পরিচালিত ছবিটি আসছে ঈদে মুক্তি পাবে।

এদিকে ‘ভারত’ছবির পরিচালক আলী আব্বাস তার নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেখানে সালমান-ক্যাটরিনাকে জুটি হিসেবে দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে ‘এক থা টাইগার’সিরিজের তৃতীয় সিক্যুয়ালের এই ছবির শুটিং।

এম/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়