• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে এফডিসিতে সুবীর নন্দীর মরদেহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ মে ২০১৯, ১২:৩৯

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা শেষে এফডিসিতে নেয়া হয় বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরদেহ। এর আগে বুধবার বেলা ১১টার দিকে শহীদ মিনারে রাখা হয় তার মরদেহ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয় গুণী এই শিল্পীকে।

সেখানে উপস্থিত ছিলেন সুবীর নন্দীর পরিবারের সদস্যরা। অশ্রুভেজা চোখে প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে এসেছেন দেশের শিল্পী সমাজ ও ভক্তরাও।

সম্মিলিক সাংস্কৃতিক জোটের নেতারা জানান, এখানে শ্রদ্ধা নিবেদন শেষে এফডিসিতে নেয়া হবে সুবীর নন্দীর মরদেহ। এরপর রামকৃষ্ণ মিশনে নেয়ার পর রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশানে আজ তার শেষকৃত্য হবে।

মঙ্গলবার (৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪টা ২৬ মিনিটে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। গেল ১৪ এপ্রিল শ্রীমঙ্গল থেকে ফেরার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৩০ এপ্রিল সিঙ্গাপুরে পাঠানো হয়।