logo
  • ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯, ৫ আশ্বিন ১৪২৬

ফণীর তাণ্ডব থেকে সতর্ক থাকার আহ্বান জানালেন মিমি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৩ মে ২০১৯, ১৭:২৩
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন ভোটের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরিকল্পনা করেছিলেন, ভোটের আগে একবার অন্তত পুরী ঘুরে আসবেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, ঘূর্ণিঝড় ফণীর হানায় পুরী-যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন এই নায়িকা।

এদিকে এক টুইট বার্তায় মিমি লিখেছেন, ‘সতর্ক থাকুন, বাড়ির ভিতরে থাকুন। প্যানিক করবেন না, নিজের এবং পাশের লোকের যত্ন নিন।’

মিমি জানান, ‘বাড়িতেই পুজোর আয়োজন করলাম।’ জানা গেছে, মিমি যে জগন্নাথের ভক্ত, সে কথা সর্বজনবিদিত। তাই ভোটের আগে পুরীতে জগন্নাথ দর্শন করতে চেয়েছিলেন। কিন্তু প্রকৃতির তাণ্ডবে সেই পরিকল্পনা সম্ভবত বাতিল করতে হবে নায়িকাকে।

তবে সোনারপুর ও ভাঙড়ে আগামী দু’দিন মিমির যে প্রচারের কাজ রয়েছে, তা কিন্তু স্থগিত হয়নি।

এবারের ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তী কলকাতার পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়। তার অভিনীত সিনেমার অসংখ্য দর্শক রয়েছে। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’, ‘বাপি বাড়ি যা’, বাঙালি বাবু ইংলিশ ম্যাম’ ছবিগুলো স্টার মুভিজ ও অনলাইনের মাধ্যমে বাংলাদেশের প্রচুর দর্শক দেখেছেন।

জিএ/এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়