• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুবীর নন্দীকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ এপ্রিল ২০১৯, ১১:৫৩

বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টা ৪০মিনিটে শিল্পীকে বহনকারী এয়ার এম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দেয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন। তিনি সুবীর নন্দীর চিকিৎসার বিষয়টি সমন্বয় করছেন।

দেশের বাইরে চিকিৎসা প্রসঙ্গে সামন্ত লাল সেন বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার সব ধরনের ব্যবস্থা আছে। সবাই তার জন্য আশীর্বাদ করবেন। আশা করি, তিনি সুস্থ হয়ে ফিরবেন।

এয়ার অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটি থাকায় উন্নত চিকিৎসার জন্য বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে গতকাল সিঙ্গাপুর নেয়া সম্ভব হয়নি।

সোমবার রাত পৌনে ১১টার দিকে শিল্পীকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। কিন্তু কিছুক্ষণ পর আবার তা ফিরে আসে। পরে তাকে আবারও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।

পরে সিদ্ধান্ত নেয়া হয় মঙ্গলবার দুপুরের পর আবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আগেই জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে।

সুবীর নন্দী ১২ এপ্রিল পরিবারের সবাইকে নিয়ে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যান। সেখানে একটি অনুষ্ঠান ছিল। ঢাকায় ফেরার ট্রেনে ওঠার জন্য বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলে আসেন তারা। ট্রেনেই অসুস্থ হয়ে পড়েন সুবীর নন্দী। শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে তাকে ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী সুবীর নন্দী ৪০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। বেতার থেকে টেলিভিশন, তারপর চলচ্চিত্রেও উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

জিএ/এস

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মায়ের ইচ্ছাতেই সিঙ্গাপুরে ঈদের ছুটি কাটাচ্ছেন মিম
ঈদের ছুটিতে যেখানে উড়াল দিলেন মিম
সিঙ্গাপুর থেকে স্বল্পমেয়াদে এলএনজি সরবরাহে নীতিগত অনুমোদন দিল সরকার 
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
X
Fresh