logo
  • ঢাকা শুক্রবার, ২৯ মে ২০২০, ১৫ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫২৩ জন, সুস্থ হয়েছেন ৫৯০ জন, নমুনা পরীক্ষা ১১৩০১টি: স্বাস্থ্য অধিদপ্তর

অন্তরঙ্গ রিয়া সেন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৯ এপ্রিল ২০১৯, ১৮:০৩ | আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:৩১
রিয়া সেন। কলকাতার বাংলা ও হিন্দি ছবির অভিনেত্রী তিনি। খোলামেলাভাবে স্ক্রিন শেয়ারের জন্য তার আলাদা পরিচিতি রয়েছে।

শুধু পর্দায় নয়। নিজের ব্যক্তিগত সোশ্যাল আইডিতেও একের পর এক খোলামেলা ছবির পোস্ট করে থাকেন রিয়া। তাইতো বছর জুড়েই তাকে নিয়ে সরগরম থাকে গণমাধ্যম।   

সম্প্রতি নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে রিয়া সেন অভিনীত ‘মিসম্যাচ ২’-এর ট্রেলার। সেখানে মজার গল্প তো বটেই! তার সঙ্গে উদ্দাম যৌনতার দৃশ্যে ভরপুর। ছোট পোশাক, অন্তরঙ্গ দৃশ্য, হট-অন্তর্বাসে যৌন হাতছানি, অনর্গল সেক্স,  বেডরুম সিনে মাখামাখি ‘মিসম্যাচ ২’-এর ট্রেলার।

এছাড়া সংলাপে টানটান উত্তেজনা। দুই জুটির প্রেম ও যৌনজীবন নিয়ে তৈরি হয়েছে ‘মিসম্যাচ-২’।

ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রিয়া। জানা গেছে, এই অভিনেত্রীকে অন্তর্বাস থেকে শুরু করে দেখা যাবে উদ্দাম যৌন দৃশ্যেও। ট্রেলার মুক্তি সঙ্গে সঙ্গেই আলোচনার ঝড় শুরু হয়েছে।

রিয়া এখন বলিউড ও টালিউডে সমানভাবে কাজ করছেন। ২০০১ সালে ‘স্টাইল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় এ নায়িকার। ছবিতে শরমন জোশি ও সাহিল খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রিয়া। এরপর ‘ক্যায়ামাত’ এবং ‘ঝঙ্কার বিটস’-এ কাজ করেছেন তিনি।

এছাড়াও ‘রাগিণী এমএমএস টু’ ওয়েব সিরিজে অভিনয় করেও উত্তাপ ছড়িয়েছেন রাইমা সেনের ছোট বোন রিয়া।

জিএ/এম

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪২৮৪৪ ৯০১৫ ৫৮২
বিশ্ব ৫৯০৬২০২ ২৫৭৯৮৭৭ ৩৫২০২৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়