logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০১৯, ২০:২১

ফিরছেন প্রসেনজিৎ-অর্পিতা

টালিউডের তারকা দম্পতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়। শেষবার অনস্ক্রিন জুটি হিসেবে ২০১৪ সালে তাদের দেখা যায়। ‘ফোর্স’ নামে ছবিটি পরিচালনা করেছিলেন রাজা চন্দ।

এবার পাঁচ বছর পর ফিরছেন প্রসেনজিৎ-অর্পিতা। তাদের এক করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

কিন্তু বড় পর্দায় নয়। এই জুটিকে দেখা যাবে বিজ্ঞাপনে। ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। শুধু তাই নয়, এই পরিচালকের হাত ধরেই নাকি প্রসেনজিৎ ও অর্পিতা ফের জুটি হিসেবে ফিরতে চলেছেন বড় পর্দায়।

যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও কিছু অফিসিয়ালি জানানো হয়নি। ‘কিশোর কুমার জুনিয়র’ এবং ‘দৃষ্টিকোণ’-এর পর ‘জ্যেষ্ঠপুত্র’, এই নিয়ে তৃতীয়বার কৌশিকের সঙ্গে কাজ করলেন প্রসেনজিৎ।

এদিকে সুঅভিনেত্রী অর্পিতা নায়ক দেব প্রযোজিত ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আর এই ছবির মাধ্যমে প্রায় দু’দশক পর শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন অর্পিতা। সে কারণে দারুণ খুশি এই অভিনেত্রী। এছাড়া বর্তমানে অর্পিতার হাতে লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘সাঁঝবাতি’র কাজ রয়েছে।

এম/পি

RTVPLUS