logo
  • ঢাকা শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬

অর্জুন-মালাইকার বিয়ে নিয়ে সংশয়!

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ এপ্রিল ২০১৯, ২০:৩৬ | আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২১:১১
বলিউডের লাভ বার্ড মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের বিয়ে নিয়ে সংশয় দেখা দিয়েছে। সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে বিয়ের খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মালাইকা।

এবার প্রেমিকার দেখানো পথেই হাঁটলেন অর্জুনও। এ নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা, তা হলে কি বিয়ে করবেন না মালাইকা-অর্জুন?

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে অর্জুন বলেন, ‘মাত্র ৩৩ বছর বয়স আমার। বিয়ে করার কোনও তাড়া নেই। আর বিয়ে করলে তো জানতেই পারবেন। লুকিয়ে তো রাখবো না। এখন কাজে ফোকাস করতে চাই নিজেকে।’

সম্প্রতি অর্জুনকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মালাইকা স্পষ্ট সাংবাদিকদের বলেন, ‘এই ধরনের বোকা বোকা জল্পনার কোনও সত্যতা নেই।’

গুঞ্জন শোনা যাচ্ছে, এই বিষয়টা থেকে সকলের দৃষ্টি ঘুরিয়ে দিতেই প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করেছেন অর্জুন-মালাইকা। হয়তো বিয়ের তারিখ কিছুটা পিছিয়ে দিয়েছেন এই জুটি।

১৯৯৮ সালে সুপারস্টার সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। ওই ঘরে এক ছেলেও রয়েছে। ২০১৭ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।

অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙে গিয়েছিল বলে জল্পনা ছড়িয়েছিল ইন্ডাস্ট্রিতে। যদিও মালাইকা-আরবাজ দু’জনেই তা অস্বীকার করেন।

এম/জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়