logo
  • ঢাকা রবিবার, ২১ জুলাই ২০১৯, ৬ শ্রাবণ ১৪২৬

সরব হচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৩ এপ্রিল ২০১৯, ১৭:০৩ | আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৭:৪৮

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নাম শাকিব খান। গেল বছরের (২৮ মার্চ) রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চালু করেছিলেন ‘শাকিব খান অফিসিয়াল’-নামের ইউটিউব চ্যানেল।

তখন থেকেই ভক্তদের আলাদা নজর ছিল চ্যানেলটির প্রতি। তবে অনিয়মিত কন্টেন্টের জন্যই অনেক ভক্ত হতাশ হয়েছিলেন। প্রথম প্রথম সাবস্ক্রাইবারের সংখ্যা বেশ বেড়েছিল। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ৬২,৯৮৫’র বেশি।

ভক্তদের জন্য সুখবর হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের এই চ্যানেলে এবার সরব হচ্ছেন ঢাকাই ছবির নম্বর ওয়ান হিরো। এখন থেকে নিজের ভিন্নধর্মী ভিডিও কন্টেন্ট আপলোড দেবেন তিনি। ভক্তদের বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে তার প্লাটফর্মটি উপস্থাপন করবেন।

এ বিষয়ে বেশ উৎসাহ নিয়ে গণমাধ্যমকে শাকিব বলেন, ‘এখন থেকে নিয়মিত ইউটিউব চ্যানেলে আমার নতুন নতুন কনটেন্ট আসবে। আমার প্রডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে যতোগুলো কাজ করবো সব কনটেন্ট ‘শাকিব খান অফিসিয়াল’ চ্যানেলে পাওয়া যাবে।‘

ছবির গান, টিজার, ট্রেলার সবকিছুই এই চ্যানেলে প্রকাশের পাশাপাশি শুটিং ও গানের বিহাইন্ড দ্য সিন ভিডিও আকারে প্রকাশ করবেন বলে জানান তিনি।

 

অফিসিয়াল চ্যানেলে সর্বশেষ আপলোড করা ভিডিও: জিএ/ এমকে  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়