logo
  • ঢাকা রবিবার, ২১ জুলাই ২০১৯, ৬ শ্রাবণ ১৪২৬

দীর্ঘ বিরতির পর শাওনের গানের ভিডিও

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২১ এপ্রিল ২০১৯, ১৩:৪৮ | আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৪:২৫

দীর্ঘ বিরতির পর আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মেহের আফরোজ শাওন। তার নতুন গানের শিরোনাম 'ইলশেগুঁড়ি'।

জুলফিকার রাসেলের কথায় এর সুর করেছেন কলকাতার সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মীর শরিফুল করিম শ্রাবণ।

গান প্রসঙ্গে শাওন জানান, দীর্ঘ বিরতির পর আবারও ফিরে এলাম। গানগুলো বেশ সমৃদ্ধ। আশা করছি প্রথম শোনার পর সবাই ঘোরের মধ্যে থাকবেন। বার বার শুনতে ইচ্ছে হবে। গানের মিউজিক ভিডিওর থিমটাও বেশ ভালো। ভালো লাগা থেকে কাজটি করেছি।

আগামীকাল ২২ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ হতে পারে।

প্রায় এক দশক আগে শাওনের পাঁচটি গানের ভিডিও নির্মাণ করেছিলেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।‘ইলশেগুঁড়ি’ গান প্রকাশের মাধ্যমে আবার স্বরূপে ফিরছেন শাওন। 

 

জিএ/এস  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়