• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাচ্ছেন পাঁচ নির্মাতা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ এপ্রিল ২০১৯, ১২:২৫

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য অনুদান ঘোষণা করেছে সরকার। ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করেছে এই অনুদানপ্রাপ্তদের নাম। ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য পাঁচজনকে দেয়া হচ্ছে অনুদান। প্রত্যেককে ১০ লাখ টাকা করে মোট অনুদানের পরিমাণ ৫০ লাখ টাকা।

অনুদানের জন্য নির্বাচিত নির্মাতারা হলেন- ‘খিজির পুরের মেসি’ ছবির জন্য জান্নাতুল ফেরদৌস আইভি। জাহিদ সুলতান ও নাসির উদ্দিন পরিচালিত ‘মিঠুর একাত্তর যাত্রা’। ‘রূপালী কথা’র জন্য নাজমুল হাসান। ফারাশাত রিজওয়ানের ‘শেকল ভাঙার গান’ এবং ‘ময়না’ ছবির জন্য উজ্জ্বল কুমার মণ্ডল।

তিন কিস্তির মাধ্যমে এই টাকা দেয়া হবে। পরিচালক অথবা প্রযোজককে প্রথম চেক প্রাপ্তির ছয় মাসের মধ্যে শেষ করতে হবে সিনেমার নির্মাণ কাজ। ছবির দৈর্ঘ্য হতে হবে পয়ত্রিশ মিনিট থেকে পঞ্চান্ন মিনিটের মধ্যে। তবে সময় বাড়ানোর জন্য যুক্তিসংগত কারণ দেখিয়ে অনুদান কমিটির কাছে আবেদন করতে হবে। কমিটির বিবেচনায় সঙ্গত মনে হলে সময় বৃদ্ধির অনুমোদন দেয়া হবে।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির যত ভুল তথ্য
X
Fresh