• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মুজিবনগর দিবসে শিল্পকলা একাডেমির নানা আয়োজন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ এপ্রিল ২০১৯, ১১:৪৪

ঐতিহাসিক মুজিবনগর দিবস ১৭ এপ্রিল। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি অনুষ্ঠিত হবে ‘শিল্পের আলোয় ঐতিহাসিক ৭ মার্চ’ শিরোনামে শিল্পী জাহানারা পারভীনের পাথর খোদাই শিল্পকর্ম প্রদর্শনী।

আজ বিকেল ৫টায় একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

আলোচনা শেষে একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh