logo
  • ঢাকা শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬

বাহুবলী’র নায়কের সঙ্গী হচ্ছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৬ এপ্রিল ২০১৯, ১৯:০০ | আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৯:১৬

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে 'বাহুবলী' তারকা প্রভাসের সঙ্গে বলিউড তারকা শ্রদ্ধা কাপুরের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তদের অনেকের মনে উঁকি দিয়েছে কৌতূহল। কেউবা প্রশ্ন করছেন শ্রদ্ধা-প্রভাসের মধ্যে প্রেম চলছে নাকি?

তবে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। প্রভাস-শ্রদ্ধা নতুন একটি সিনেমায় কাজ করছেন। সিনেমাটির নাম ‘সাহো’। আর যে ছবিটি ভাইরাল হয়েছে তা এই সিনেমার একটি ছবি।

বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের প্রশংসা করেন প্রভাস জানিয়েছিলেন, ‘এর আগে আমি কোনও বলিউড তারকার সঙ্গে কাজ করিনি। ‘সাহো’ ছবিতে চরিত্রটির জন্য শ্রদ্ধা একেবারে সঠিক পছন্দ। তার সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করছে শ্রদ্ধা। শুধু অভিনয়ই নয়, ছবিতে শ্রদ্ধার অনেক অ্যাকশন সিক্যুয়েন্সও আছে।’

দক্ষিণী সুপারস্টার আরও বলেন, ‘শ্রদ্ধা খুবই পরিশ্রমী অভিনেত্রী। সেটে সকলের সঙ্গে খুবই মানিয়ে চলে। এর আগে আমি যে সমস্ত নায়িকাদের সঙ্গে কাজ করেছি, তারা প্রত্যেকেই দক্ষিণী ছবি থেকে কেরিয়ার শুরু করেছেন এবং পরে বলিউড ছবিতে অভিনয় করেন। কিন্তু শ্রদ্ধা তো প্রথম থেকেই বলিউড তারকা। পাশাপাশি অভিনয়ে খুবই ডেডিকেটেড।’

 

জিএ/এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়