• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতের নির্বাচনী প্রচারণায় ফেরদৌস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ এপ্রিল ২০১৯, ১৩:৪৮

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রচারণায় অংশ নিতে দেখা গেছে নায়ক ফেরদৌসকে। বিভিন্ন জনসভায় তাকে বক্তব্য রাখতে দেখা যায়।

দেশের পাশাপাশি কলকাতার বাংলা ছবির দর্শকের কাছেও পরিচিত মুখ ফেরদৌস। তাইতো ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণাতেও মাঠে আছেন তিনি। লোকসভা নির্বাচনের সাত দফার প্রথম দফা শেষ হয়েছে।

আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রোববার (১৪ এপ্রিল) প্রচারণা চালিয়েছেন তিনি।

ফেরদৌসের সঙ্গে আরও ছিলেন দুই জনপ্রিয় টালিউড তারকা অঙ্কুশ ও পায়েল সরকার।

এদিকে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ফেরদৌসের এই প্রচারণা নিয়ে বলেছেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কিভাবে বিদেশি নাগরিককে দিয়ে পশ্চিমবঙ্গে রোড শো করায়? আমরা এই ঘটনার নিন্দা জানাই।’

আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রায়গঞ্জ, দার্জিলিং ও জলপাইগুড়িতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
X
Fresh