• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভোট দিতে পারছেন না আলিয়া

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ এপ্রিল ২০১৯, ১৫:৪৭

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে সরগরম বলিউড। ব্যস্ত সময় পার করছেন তারকারা। কম বেশি সবার মনে এ নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা। ভক্তরাও তারকাদের মুখ পানিয়ে তাকিয়ে। কে কোন কেন্দ্রে ভোট দেবেন অথবা কারা কারা ভোট দিতে পারছেন না এ নিয়েও কৌতূহলের শেষ নেই।

খবর এসেছে বলিউডের হালের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট দেশে থাকলেও ভোট দিতে পারবেন না। প্রশ্ন আসতে পারে তাহলে কি আলিয়ার ভোট দেবার উপযুক্ত বয়স হয়নি? মোটেও তা নয়, আলিয়ার বর্তমান বয়স ২৬ বছর।

ভোট দিতে না পারার কারণ আলিয়া নিজেই জানিয়েছেন। তার মা সোনি রাজদান ব্রিটিশ নাগরিক। জন্মসূত্রে আলিয়াও ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছিলেন। এজন্য ভারতীয় নাগরিকত্ব ও পাসপোর্ট না থাকায় ভারতীয় গণতন্ত্রের কোনও নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না।

শিগগিরই আলিয়া অভিনীত ‘কলঙ্ক’ সিনেমা মুক্তি পাবে। সিনেমার প্রচারে সোনাক্ষী সিনহা, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুররা যখন ভোট দিবেন বলে ঘোষণা দিয়েছেন, তখনই আলিয়া জানালেন তিনি ভোট দিতে পারবেন না।

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
বিবাহবার্ষিকীতে বরকে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন আলিয়া
X
Fresh