• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আহমেদ ইমতিয়াজ বুলবুল স্মরণে রিজভী ওয়াহিদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ এপ্রিল ২০১৯, ২০:৩২

বছরের শুরুতে গেল ২২ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল।

মৃত্যুর মাত্র তিনদিন আগে শিল্পী রিজভী ওয়াহিদের সঙ্গে পরিকল্পনা করেছিলেন জানুয়ারির শেষ দিকে অ্যালবামটি রিলিজ করবেন। কিন্তু সেই রিলিজ আর দেখে যাওয়া হয়নি কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুলের। শোকের আবহ থাকার কারণে রিজভী ওয়াহিদও পরিকল্পনা থেকে সরে আসেন।

অবশেষে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীতে রিজভী ওয়াহিদের গান মুক্তি পাচ্ছে। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীতে রিজভী ওয়াহিদের এই অ্যালবামে গান রয়েছে মোট ৫টি। এর মধ্যে ৩টি গানের কথা ও সব ক’টি গানের সুর ও সঙ্গীত আহমেদ ইমতিয়াজ বুলবুলের। বাকি দুটি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং গাজী তানভীর আহমেদ।

সব ক’টি গানের মিক্স ও মাস্টারিং করেছেন রেজওয়ান সাজ্জাদ। এই অ্যালবামে দুটি গানে রিজভী ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শুভমিতা। এর মধ্যে ‘ঘুড়ি’ গানটি পহেলা বৈশাখ উপলক্ষ্যে মুক্তি পাচ্ছে। গাজী তানভীর আহমেদের কথা ও আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর ও সঙ্গীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া। গানের দৃশ্যায়নে দেখা যাবে ইরফান সাজ্জাদ ও তানিয়া বৃষ্টিকে।

বাকি গানগুলোও খুব শিগগিরই ভিডিও আকারে মুক্তি পাবে। আর পুরো অ্যালবামটি আহমেদ ইমতিয়াজ বুলবুলকেই উৎসর্গ করেছেন রিজভী ওয়াহিদ।

রিজভী ওয়াহিদ বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল ভাইয়ের গান আমার অনেক ভালো লাগে। তার সুরে গাওয়ার স্বপ্ন ছিল পূরণ হয়েছে। তার সঙ্গে পরিকল্পনা করে প্রায় শতভাগ অ্যাকুস্টিক ব্যবহার করে এই গানগুলোর সঙ্গীত করা হয়েছে। রেকর্ডিং হয়েছে ভারতে। কিন্তু গানগুলো আলোর মুখ দেখার আগেই স্যার আমাদের ছেড়ে চলে গেলেন। খুব খারাপ লাগছে।’

শুভমিতার সঙ্গে গান প্রসঙ্গে রিজভী ওয়াহিদ বলেন, ‘শুভমিতাদির সঙ্গে আমার গাওয়া ‘চোখেরই পলকে’ এবং ‘যদি তুমি’ গান দুটি শ্রোতারা দারুণভাবে গ্রহণ করেন। সেই ভাবনা থেকেই শুভমিতার সঙ্গে আবার কাজ করা।’

শুভমিতা বলেন, রিজভী ওয়াহিদ ভাইয়ের সঙ্গে গাওয়া আগের দুটি গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এবারের গান দুটি আমার কাছে আরও স্পেশাল। কারণ এবার গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার সুরে গাইতে পারার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। গানের কথাগুলোও চমৎকার।’

জিএ/এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে শিশুর যত্নে যা করবেন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
কমলা রঙের মেঘে ঢেকে গেছে গ্রিসের আকাশ
২৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh