• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তীরে এসে আটকে গেল ‘পিএম নরেন্দ্র মোদি’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১০ এপ্রিল ২০১৯, ১৬:৫৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনভিত্তিক সিনেমা ‘পিএম নরেন্দ্র মোদী’র মুক্তি আটকে দিলো সে দেশের নির্বাচন কমিশন। যদিও আজ বুধবার সকালেই ছবিটিকে ছাড়পত্র দিয়েছিল সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিকেশন (সিবিএফসি) সেন্সর বোর্ড। কিন্তু শেষ রক্ষা হলো না।

প্রথমে ছবিটা ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু সিবিএফসির ছাড়পত্র না পাওয়ায় তা পিছিয়ে যায়। ছবিটির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলের সমালোচনার মুখে পড়েন। ভোটের বাজারে বিরোধীরা এই ছবিটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আক্রমণ করেছিলেন।

পরবর্তীতে সিনেমাটি ১১ এপ্রিল মুক্তি পাবার কথা ছিল। সেই হিসেবে আজ ১০ এপ্রিল সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তবে শেষ মুহূর্তে অর্থাৎ তীরে এসে আটকে গেল ‘পিএম নরেন্দ্র মোদি’।

ভারতের লোকসভা নির্বাচন ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ১৯ মে পর্যন্ত চলবে। আর তার মধ্যেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। জানা গেছে, কোনও ধরনের বায়োপিকই ভোটের সময় মুক্তি দেবে না নির্বাচন কমিশন। এজন্য তারা সিনেমাটি আটকে দিয়েছে।

জিএ/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিনেমা দেখলেই বিরিয়ানির প্যাকেট ফ্রি
‘আদম’ সিনেমার পরিচালক আর নেই
নিজের সিনেমার বেহাল দশা দেখে হতাশ পূজা চেরি
দক্ষিণের যে ৫ সিনেমার অপেক্ষায় দর্শক
X
Fresh