• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নানা আয়োজনে উদযাপিত বিশ্ব নাট্যদিবস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ মার্চ ২০১৯, ১০:০০

গেল বুধবার (২৭ মার্চ) ছিল বিশ্ব নাট্যদিবস। বিশ্বের সব নাট্যকর্মী ও শিল্পীর মধ্যে সৌহার্দ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন করে আবিষ্কার করার লক্ষ্যে দিবসটি যৌথভাবে উদযাপন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং পথনাটক পরিষদ।

'বিশ্বজুড়ে নাট্যজন: এক সুর এক প্রাণ' এই প্রতিপাদ্য ধারণ করে আলোচনা, সম্মাননা প্রদান, প্রদর্শনী ও সাংস্কৃতিক আয়োজন দিয়ে সাজানো ছিল দিবসটির কার্যক্রম। এবারের আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত নিখিল সেনকে (মরণোত্তর) বিশ্ব নাট্যদিবস সম্মাননা ২০১৯ প্রদান করা হয়।

বিশ্ব নাট্যদিবসে এবার বাণী পাঠিয়েছেন কিউবার নাট্যকার ও নির্দেশক কার্লোস সেলড্রান।

সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিশ্ব নাট্য দিবস উদযাপনের আলোচনায় বক্তৃতা করেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মান্নান হীরা, লাকী ইনাম ও অভিনেত্রী শিমূল ইউসুফ। আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তৃতা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ।