• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আপা ঘুরে ফিরে আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মার্চ ২০১৯, ১৫:১৭

কিংবদন্তি সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ গতকাল (২৩ মার্চ) রাত সাড়ে ১১টায় বারিধারায় নিজ বাসায় শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার চলে যাওয়ায় তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় এই শিল্পীকে শ্রদ্ধায় স্মরণ করছেন। জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবর এই বরেণ্য শিল্পীর স্মরণে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। আরটিভি অনলাইনের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।

আসিফ আকবর লিখেছেন, ‘টরেন্টো থেকে পেনিসেলভানিয়া, নিউজার্সি থেকে নিউইয়র্ক। দীর্ঘ ভ্রমণ শেষে হোটেলে আমার রুমে ঢুকেই দেখলাম আপা (শাহনাজ রহমতউল্লাহ) কোনের একটা সোফায় বসে আছেন...হতচকিত হয়ে জিজ্ঞেস করলাম-আপা আপনি আমার রুমে...। তিনি অসন্তুষ্ট আয়োজকদের উপর। রাগ সব আমার উপরেই ঝাড়লেন। আমি থাকতে আপার রুমে আরেকজন এর সাথে রুম শেয়ারিং কেন? তাড়াতাড়ি আপার জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হলো।’

‘আপার ৫০তম বিয়েবার্ষিকীতে সর্বকনিষ্ঠ দাওয়াতি আমি। হাদী ভাই, রবিন ঘোষ স্যার থেকে শুরু করে দেশের মহারথীদের মিলন মেলা। আপা ঘুরে ফিরে আমাকেই সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। আমাদের বিশেষ কিছু শো একসাথে ছিল। আপা আমাকে আসিফ নামেই ডাকতেন, তবে উচ্চারণটা ছিল আলাদা।’

‘আপা অনেক কিছু লিখতে ইচ্ছে হচ্ছে... তবে এই লিখার শেষ নেই আপা। আগের প্রজন্মের শেষ বংশধর হিসেবে আপনার কাজ এবং সৃষ্টির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি।…একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়... নামাজ পড়ার সময় এই মহান মৃত্যুকে স্বাগতম আপা...যান আপা ওখানে অনেক শান্তি অপেক্ষায়...বিদায় শাহনাজ রহমতউল্লাহ...আপনিই বাংলাদেশ আপা, মহান আল্লাহ আপনার আত্মাকে শান্তি দিন...আমীন...।’

আরও পড়ুন :

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
X
Fresh