logo
  • ঢাকা রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯, ৩১ ভাদ্র ১৪২৬

ইরানে উটের পিঠ থেকে পড়ে আহত অনন্ত জলিল

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২০ মার্চ ২০১৯, ১৭:২১ | আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৭:২৭
ঢাকাই ছবির আলোচিত নায়ক অনন্ত জলিল ইরানে ‘দিন দ্য ডে’ ছবির শুটিং করছিলেন। সেখানে ছবির শুটিং-এ উটের পিঠ থেকে পড়ে আহত হয়েছেন এই অভিনেতা।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন  ‘দিন দ্য ডে’র  ইরান অংশের মূল পরামর্শক ও উপদেষ্টা ড. মুমিত আল রশিদ।

ড. মুমিত বলেন, অনন্ত জলিল ‘দিন দ্য ডে’ ছবির শুটিং করছিলেন ইরানের হেরাতের এক দুর্গম পাহাড় ও মরুভূমি এলাকায়। সেখানে উটের পিঠ থেকে পড়ে গিয়ে তিনি মারাত্মক আহত হন। এরপর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ইরানের তৃতীয় বৃহত্তম নগরী ইসফাহনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর অনন্তের বুকের পাঁজরে আঘাত লেগেছে বলে জানা যায়।

-----------------------------------------------------------
আরও পড়ুন : ১৯৬টি শো নিয়ে কানাডাতে প্রথম সপ্তাহ শুরু করছে ‘যদি একদিন’
-----------------------------------------------------------

বর্তমানে এই নায়ক থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ছবির শুটিং আপাতত বন্ধ রয়েছে। অনন্ত সুস্থ হয়ে উঠলেই আবারও ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন মুমিত আল রশিদ।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘দিন দ্য ডে’। পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বহুল আলোচিত এই ছবিতে বাংলাদেশ থেকে অনন্ত ও বর্ষার সঙ্গে নবাগত সুমন ফারুকও অভিনয় করছেন। এছাড়া সিনেমায় ইরান ও লেবাননের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীও কাজ করছেন।

আরও পড়ুন : 

এম/এমকে  

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়